Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

জুতার ভিতরে সাপ, কামড়ে প্রাণ গেল নারীর

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৮, ৩:৪৬ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুরে বিষাক্ত সাপের কামড়ে শাহীনা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার গাবসারা ইউনিয়নের বড় জয়পুর গ্রামে। নিহত শাহীনা সেই গ্রামের সানোয়ার হোসেনের স্ত্রী।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার গাবসারা ইউনিয়নের বড় জয়পুর গ্রামের সানোয়ার হোসেনের স্ত্রী শাহীনা বেগম রবিবার ফজরের নামায শেষে বাইরে বের হওয়ার জন্য জুতা পড়তে যায়। এ সময় জুতার ভিতরে লুকিয়ে থাকা বিষাক্ত সাপ তাকে কামড় দেয়।

সাপের কামড়ে সে চিৎকার দিলে স্বামী সানোয়ার হোসেন তৎক্ষণিক ছুটে এসে পায়ে বাধ দেয়। কিছুক্ষণ পর সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয় ওঝা ডেকে দিনভর ঝাঁড়-ফুঁক দেয়া হয়। এতে তার অবস্থার উন্নতি না হওয়ায় রাতে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাপের ছোবল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ