Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীপুরে ১০ কোটি টাকার বনভ‚মি উদ্ধার

প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

শ্রীপুর উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামে গতকাল (বৃহস্পতিবার) দুপুরে বন বিভাগ অভিযান চালিয়ে প্রায় ১০ কোটি টাকা মূল্যের সাড়ে ১৩ বিঘা বনভ‚মি জবরদখলমুক্ত করে। বন বিভাগ সূত্রে জানা যায়, গ্রীনভিউ রিসোর্টের কর্তৃপক্ষ ৪৩ নং শ্রীপুর মৌজার ভাংনাহাটি গ্রামে সিএস-১৮৭১ ও আরএস-৭৩২৬ নং দাগে ২ নং খতিয়ানভুক্ত বন বিভাগের ৪.৫ একর বা সাড়ে ১৩ বিঘা জমি দীর্ঘদিন ধরে জবরদখল করে রাখে। শ্রীপুরের বন কর্মকর্তারা জবরদখলের বিষয়টি নিশ্চিত হয়ে গতকাল শ্রীপুরের রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হোসেন, সদর বিট কর্মকর্তা রফিকুল ইসলামের নেতৃত্বে ৩০-৩৫ জন বনকর্মী নিয়ে উচ্ছেদ অভিযান চালান। প্রায় ৪ ঘণ্টা অভিযান চালিয়ে ওই বনভ‚মির জবরদখল উচ্ছেদ করা হয়। সদর বিট কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, উদ্ধার হওয়া ভ‚মিতে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় বনায়ন করা হবে। ভ‚মি জবরদখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রীপুরে ১০ কোটি টাকার বনভ‚মি উদ্ধার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ