Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিরসরাইয়ে ট্রেনের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ২

মিরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৮, ১০:৪৪ এএম

চট্টগ্রামের মিরসরাই উপজেলার রেলক্রসিং এলাকায় ট্রেনের সঙ্গে বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

রোববার ভোর ৪টার দিকে বারইয়ারহাট রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।

মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার এসআই মোক্তার হোসেন জানান, ঢাকা থেকে খাগড়াছড়িগামী এস আলম পরিবহনের একটি যাত্রীবাহী বাস বারইয়ারহাট রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনটি ওই বাসে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়।

এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় মুস্তাননগর হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর ওই রেললাইনটিতে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে বাসটি সরানো হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান এসআই মোক্তার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রেন-বাস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ