Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদা না দেয়ায় গুলি

সাভার থেকে স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় নিবিড় (২৮) নামের এক ঠিকাদারকে বাড়ি থেকে ডেকে নিয়ে পায়ে গুলি করেছে হাবিব নামের এক সন্ত্রাসী ও যুবলীগ নেতা সোহেল সরকার। গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে রেফার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এর আগে শুক্রবার রাত দুই টার দিকে জামগড়া এলাকার রুপায়নের মাঠে এ ঘটনা ঘটে।
বেশ কিছু দিন যাবৎ হাবিব তার ভাইয়ের কাছে চাঁদা দাবী করে আসছে। পরে চাঁদা না দেওয়ায় শুক্রবার রাত দুই টার দিকে মুন্না নামের এক যুবককে দিয়ে তাকে রুপায়নের মাঠে ডেকে নিয়ে আসে। পরে সেখানে দাড়িয়ে থাকা হাবিব ও ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহ্বায়ক সোহেল সরকার তার কাছে আবারো চাঁদা দাবী করে। পোশাক শ্রমিক চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে হাবিব তার ডান পায়ে দুটি গুলি করে ঘটনাস্থল থেকে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশর্^বর্তী নারী ও শিশু হাসপাতালে ভর্তি করে। সেখাবে অবস্থার অবনতি হলে তাকে রেফার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে যুবলীগ নেতা সোহেল সরকারের মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাঁদা

১৭ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ