Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্লক মার্কেটে ৩৫ কোটি টাকার লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ২১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৩৫ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লংকাবাংলা সিকিউরিটিজ সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, বিদায়ী সপ্তাহে কোম্পানিগুলো মোট ৩৩ লাখ ৯৩ হাজার ৭৭৬টি শেয়ার বা ইউনিট লেনদেন হয়। যার বাজার দর ৩৫ কোটি ২৩ লাখ ৪০ হাজার টাকা। বিদায়ী সপ্তাহে ব্লকে লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে রহিম টেক্সটাইলের। কোম্পানির ২ লাখ শেয়ার ৭ কোটি ৬ লাখ ৫০ হাজার টাকায় লেনদেন হয়। এরপরে রয়েছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানির ৭ লাখ ৩৬ হাজার ৮৫০টি শেয়ার ৫ কোটি ২৮ লাখ ৬০ হাজার টাকায় লেনদেন হয়।
এছাড়া ইফাদ অটোসের ৬ লাখ ৯০ হাজার টাকা, একমি ল্যাবের ৭ কোটি ৬ লাখ ৫০ হাজার টাকা, ব্রাক ব্যাংকের ২.১৮ শতাংশ, গ্রামীণফোনের ২ কোটি ৮৮ লাখ ৯০ হাজার টাকা, বাটা সুর ৬৭ লাখ ২০ হাজার টাকা, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪৪ কোটি ৫০ হাজার টাকা, আরডি ফুডের ১ কোটি ৩ লাখ ১০ হাজার টাকা, বিএটিবিসির ১ কোটি ৫ লাখ ৬০ হাজার টাকা, খুলনা পাওয়ারের ২ কোটি ১০ লাখ ৭০ হাজার টাকা, রিপাবলিক ইন্স্যুরেন্সের ১২ লাখ ৮০ হাজার টাকা, ইউনাইটেড পাওয়ার জেনারেশনের ৮৮ লাখ ৫০ হাজার টাকা, স্কয়ার ফার্মার ২ কোটি ৪০ লাখ টাকা, ইবিএলের ১৮ লাখ ৪০ হাজার টাকা, গø্যাক্সোস্মিথক্ল্যাইনের ৩ কোটি ৬৪ লাখ ৫০ হাজার টাকা, নর্দার্ণ জুটের ৫৬ লাখ ৬০ হাজার টাকা, প্যাসিফিক ডেনিমসের ২১ লাখ টাকা, প্রাইম ব্যাংকের ১৭ লাখ ৮০ হাজার টাকা, তাকাফুল ইন্স্যুরেন্সের ১ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা এবং প্যারামাউন্ট টেক্সটাইলেল ৭৯ লাখ ৫০ হাজার টাকা লেনদেন হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেয়ারবাজার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ