Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

আগস্টে বিও বেড়েছে ৪০ হাজার

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

পুঁজিবাজারে চলতি আগস্ট মাসে বিও হিসাব বেড়েছে ৪০ হাজার ৩৮৪টি। ৩০ আগস্ট শেষে মোট বিও হিসাবের পরিমাণ দাঁড়িয়েছে ২৬ লাখ ৫৭ হাজার ৩২৯টি। জুলাই মাস শেষে বিও সংখ্যা ছিল ২৬ লাখ ১৬ হাজার ৯৪৫টি। সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। আগস্ট মাস শেষে মোট ২৬ লাখ ৫৭ হাজার ৩২৯ জন বিনিয়োগকারীর মধ্যে পুরুষ রয়েছে ১৯ লাখ ৩৯ হাজার ৬৪৬ জন। যা এর আগের মাস শেষে ছিল ১৯ লাখ ১১ হাজার ৭০০ জন। সেই হিসাবে ১ মাসের ব্যবধানে পুরুষ বিনিয়োগকারীর বিও বেড়েছে ২৭ হাজার ৯৪৬ জন। আলোচ্য সময়ে নারী বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে ১২ হাজার ৩৫৬টি। নারী বিরিয়োগকারী বিও সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৫ হাজার ৭১৩টি। এর আগের মাস শেষে যা ছিল ৬ লাখ ৯৩ হাজার ৩৫৭টি। আলোচ্য মাসে কোম্পানি বিনিয়োগকারী বা কোম্পানি বিও সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৯৭০টিতে। এর আগের মাস শেষে যা ছিল ১১ হাজার ৮৮৮টি। এছাড়া এই সময়ে ব্যক্তি বিও দাঁড়িয়েছে ১৬ লাখ ৭৮ হাজার ৬৮৯টি, যৌথ বিও ৯ লাখ ৬৬ হাজার ৬৭০টি, প্রবাসী বিও ১ লাখ ৫৫ হাজার ৭৬০টি এবং সাধারণ বিনিয়োগকারীর বিও ২৪ লাখ ৮৯ হাজার ৫৯৯টি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুঁজিবাজার

২৪ নভেম্বর, ২০২২
১০ নভেম্বর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৮ সেপ্টেম্বর, ২০২২
২২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ