Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বটতলার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

নাট্যদল 'বটতলা ১০ বছর পার করেছে। এই ১০ বছরে বটতলা কী অর্জন করেছে তার অনেক কিছুই খুঁজে পাওয়া যাবে হয়তো, তবে দলটির সবচেয়ে বড় অর্জন দর্শকদের অকুণ্ঠ ভালবাসা। গত ২৭ আগস্ট বটতলা ১১ বছরে পা দিলেও ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও নাদিম স্মৃতি শ্রেষ্ঠ নাট্যকর্মী পদক ২০১৮ প্রদান অনুষ্ঠানটি গতকাল সন্ধ্যা ৬ টায় বেইলী রোডের মহিলা সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শুরু হয় 'নাদিম স্মৃতি শ্রেষ্ঠ নাট্যকর্মী পদক ২০১৮' প্রদানের মধ্য দিয়ে। পদক পান বটতলার একজন নিষ্ঠাবান কর্মী যিনি বটতলার কর্মীদের মাধ্যমে নির্বাচিত হন। এ পদক প্রদানের কারণ বটতলা অন্ত:শক্তি বিকাশকে উদযাপন করতে চায়। পদক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মার্থা রিতা গোমেজ, তিনি পঞ্চাশ দশকের ঢাকার মঞ্চাভিনেত্রী। এছাড়াও পদক প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যকার ও নির্দেশক মাসুম রেজা, আজাদ আবুল কালাম ও মোহাম্মদ বারী। দ্বিতীয় পর্বে ছিল বটতলা'র নিজস্ব শিল্পীদের পরিবেশনায় গান, বটতলা'র জন্মদিনের কেক কাটা এবং রাত ৮টায় সুকুমার রায়ের 'হেসোরাম হুঁশিয়ার এর ডায়েরী’ অবলম্বনে ইভান রিয়াজ এর নাট্যরূপ ও নির্দেশনায় শিশুদের জন্য নাটক "বন্যথেরিয়াম" এর বিশেষ প্রদর্শনী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ