মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দুর্নীতির দায়ে দন্ডিত ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলে রায় দিয়েছে দেশটির নির্বাচনী আদালত। অক্টোবরের নির্বাচনে অংশ নিতে পারলে ওয়ার্কার্স পার্টির সম্ভাব্য প্রার্থী লুলাই জিতবেন বলে জনমত জরিপগুলোতে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। নির্বাচনী আদালত আপত্তি জানানোয় শ্রমিক ও নিম্নবিত্তদের কাছে তুমুল জনপ্রিয় এ রাজনীতিকের প্রেসিডেন্ট পদের ভোটে দাঁড়ানোর সুযোগ রুদ্ধ হল। লুলার আইনজীবীরা আদালতের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে। ব্রাজিলের আইন অনুযায়ী, আপিল চললেও দন্ডিত কোনো ব্যক্তির ভোটে দাঁড়ানোর সুযোগ নেই। যদিও নির্বাচনী আদালত চাইলে এর ব্যতিক্রম হওয়া অসম্ভব ছিল না। সাত সদস্যের নির্বাচনী আদালতে শুক্রবার ৬-১ ভোটে লুলার প্রার্থীতার বিষয়টির নিষ্পত্তি হয়। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।