বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাইজভান্ডার দরবারে শাহসূফী সৈয়দ মইনুদ্দীন আহমদ আল-হাসানীর (ক.) দু’দিনব্যাপী বার্ষিক ওরশ দেশ-বিদেশ থেকে আগত লাখো ভক্ত জনতার অংশগ্রহণে দেশ ও বিশ্ববাসীর শান্তি-সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে গতকাল (শুক্রবার) শেষ হয়েছে। ওরশ উপলক্ষ্যে আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার উদ্যোগে খতমে কুরআন, ফ্রি চিকিৎসা, মাদকের বিরুদ্ধে গণস্বাক্ষর, বøাড গ্রæপিং ক্যাম্পেইন, গিলাফ চড়ানো, জীবনী আলোচনা, ওয়াজ, মিলাদ-মাহফিল ও তবারুক বিতরণসহ বিস্তারিত কর্মসূচি পালিত হয়।
মাহফিলে সভাপতির বক্তব্যে মাইজভান্ডার দরবারের সাজ্জাদানশীন শাহসূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী বলেছেন, পৃথিবীর মানুষকে সুপথ দেখানো এবং আল্লাহ-রাসূল (সা.) মুখী করাই হচ্ছে আউলিয়ায়ে কেরামের জীবন দর্শন। যুগে যুগে এজন্যই নবী-রাসূল ও আউলিয়ায়ে কেরামের আবির্ভাব ঘটেছে। বিভ্রান্ত সুপথকামী মানুষকে আল্লাহওয়ালা বানানো, নৈতিক চরিত্র গঠনে উদ্বুদ্ধ করা এবং মনুষ্যত্ববোধের চেতনায় উজ্জীবিত করাই ছিল শাহসূফী সৈয়দ মইনুদ্দীন আহমদ আল-হাসানীর (ক.) জীবন দর্শন ও মিশন। এ পথেই রয়েছে মানবজাতির শান্তি ও মুক্তি।
মাহফিলে বিশেষ অতিথি ছিলেন সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন আল-হাসানী ও সৈয়দ হাসনাইন-এ-মইনুদ্দীন আল-হাসানী। মাওলানা বাকের আনসারীর পরিচালনায় মাহফিলে বক্তব্য রাখেন সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভান্ডারী ট্রাস্টের মহাসচিব এড. কাজী মহসীন চৌধুরী, আন্জুমান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খলিফা শাহ্ মো: আলমগীর খান, মাওলানা মুফতী বাকি বিল্লাহ আল-আযহারী, আানজুমান কেন্দ্রীয় সহ-সভাপতি কবির চৌধুরী, মাওলানা রুহুল আমীন ভূঁইয়া চাঁদুপরী, মাওলানা মোঃ আব্দুস ছাত্তার প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।