Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মনুষ্যত্ববোধ উজ্জীবিত করাই ছিল মইনুদ্দীন আহমদ আল-হাসানীর জীবন দর্শন

বার্ষিক ওরশে সৈয়দ সাইফুদ্দীন আহমদ

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

মাইজভান্ডার দরবারে শাহসূফী সৈয়দ মইনুদ্দীন আহমদ আল-হাসানীর (ক.) দু’দিনব্যাপী বার্ষিক ওরশ দেশ-বিদেশ থেকে আগত লাখো ভক্ত জনতার অংশগ্রহণে দেশ ও বিশ্ববাসীর শান্তি-সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে গতকাল (শুক্রবার) শেষ হয়েছে। ওরশ উপলক্ষ্যে আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার উদ্যোগে খতমে কুরআন, ফ্রি চিকিৎসা, মাদকের বিরুদ্ধে গণস্বাক্ষর, বø­াড গ্রæপিং ক্যাম্পেইন, গিলাফ চড়ানো, জীবনী আলোচনা, ওয়াজ, মিলাদ-মাহফিল ও তবারুক বিতরণসহ বিস্তারিত কর্মসূচি পালিত হয়। 

মাহফিলে সভাপতির বক্তব্যে মাইজভান্ডার দরবারের সাজ্জাদানশীন শাহসূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী বলেছেন, পৃথিবীর মানুষকে সুপথ দেখানো এবং আল্লাহ-রাসূল (সা.) মুখী করাই হচ্ছে আউলিয়ায়ে কেরামের জীবন দর্শন। যুগে যুগে এজন্যই নবী-রাসূল ও আউলিয়ায়ে কেরামের আবির্ভাব ঘটেছে। বিভ্রান্ত সুপথকামী মানুষকে আল্ল­াহওয়ালা বানানো, নৈতিক চরিত্র গঠনে উদ্বুদ্ধ করা এবং মনুষ্যত্ববোধের চেতনায় উজ্জীবিত করাই ছিল শাহসূফী সৈয়দ মইনুদ্দীন আহমদ আল-হাসানীর (ক.) জীবন দর্শন ও মিশন। এ পথেই রয়েছে মানবজাতির শান্তি ও মুক্তি।
মাহফিলে বিশেষ অতিথি ছিলেন সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন আল-হাসানী ও সৈয়দ হাসনাইন-এ-মইনুদ্দীন আল-হাসানী। মাওলানা বাকের আনসারীর পরিচালনায় মাহফিলে বক্তব্য রাখেন সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভান্ডারী ট্রাস্টের মহাসচিব এড. কাজী মহসীন চৌধুরী, আন্জুমান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খলিফা শাহ্ মো: আলমগীর খান, মাওলানা মুফতী বাকি বিল্ল­াহ আল-আযহারী, আানজুমান কেন্দ্রীয় সহ-সভাপতি কবির চৌধুরী, মাওলানা রুহুল আমীন ভূঁইয়া চাঁদুপরী, মাওলানা মোঃ আব্দুস ছাত্তার প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ