Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চরফ্যাশনে বিয়ে বাড়িতে রং ছিটানো নিয়ে বৃদ্ধা খুন

চরফ্যাশন (ভোলা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৮, ৮:২০ পিএম

চরফ্যাশন উপজেলার শশীভূষন রাসুলপুর ৪নং ওয়ার্ডে বিয়ে বাড়ীতে বেড়াতে এসে রং ছিটানো কেন্দ্র করে শাহেনুর বেগম (৬০) নামক এক বৃদ্ধা হত্যার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের বাড়ী বরিশালের মেহেন্দিগঞ্জ শ্রীপুর গ্রামের। এ বিষয়ে নিহতের মেয়ে কুলছুম বাদী হয়ে ৪ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ শাহেব আলী মিঝিকে আটক করে শুক্রবারে জেল হাজতে প্রেরণ করেছে।
পুলিশ জানায়, বৃহম্পতিবার রসুলপুর গ্রামের মুনসুর মিঝির বাড়ীতে নুরনবী নামক জনৈক ব্যক্তির বিয়ে বাড়িতে অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে শরীরে রং ছিটানোকে কেন্দ্র করে এক পর্যায়ে শাহেনুর বেগমের উপর শাহেব আলী মিঝি গং হামলা চালায়। তাকে বৃহম্পতিবার রাতে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার রাত সাড়ে ৩ টায় তিনি মারা যান। শশীভূষণ থানার অফিসার ইনচার্জ ওসি হানিফ সিকদার জানান, নিহতের মেয়ে বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। আসামীর মধ্যে শাহেব আলীকে আটক করে শুক্রবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বৃদ্ধা খুন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ