মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের দিল্লিতে দুই মুখোশধারীর ছুরি হামলায় দুইজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ছয়জন। বৃহস্পতিবার পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানায় দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি। পুলিশ জানায়, মুখোশধারী ওই দুই ব্যক্তি দিল্লির মাঙ্গোলপুরি এলাকায় এলোপাতাড়ি হামলা করতে থাকে। সেই ছুরিকাঘাতেই করান ভির ও দিনেস নারে ওই পথচারী নিহত হন। তারা তাদের বাড়ির সামনেই হাঁটাহাঁটি করছিলেন। হতাহতের কারও কোনও অপরাধের রেকর্ড নেই বলেও জানায় পুলিশ। জানা যায়, ১০ দিন আগে স্থানীয় দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লড়াই চলে। সেসময় আহত একজন চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান। পুলিশের ধারণা সেই ঘটনাকে কেন্দ্র করে এই এলোপাতাড়ি ছুরি হামলা হয়ে থাকতে পারে। পুলিশ জানায়, হামলাকারীরা তাদের টার্গেটকে খুঁজে না পেয়ে এলোপাতাড়ি হামলা চালাতে শুরু করে। এই ঘটনায় কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলেও জানান তারা। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।