Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএফইউজে-ডিইউজে’র বিক্ষোভ সমাবেশ

সাংবাদিকদের উপর যারা হাত দিয়েছে তাদের হাত পুড়েছে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

সাংবাদিক হত্যা-নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ বলেছেন, যারাই সাংবাদিকদের উপর হাত দিয়েছে তাদের হাত পুড়ে গেছে। একের পর এক সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটেই যাচ্ছে। কিন্তু একটি ঘটনারও বিচার হয়নি। সম্প্রতি আনন্দ টিভি পাবনা জেলা প্রতিনিধি সুবর্ণা নদীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঢাকায় দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলা করা হয়েছে। অবিলম্বে এসব ঘটনায় জড়িতদের গ্রেপতার করে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের দুই সংগঠন বিএফইউজে ও ডিইউজের একাংশ আয়োজিত বিক্ষোভ সমাবেশে ওইসব কথা বলা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী। ডিইউজের সহ-সভাপতি শাহীন হাসনাতের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ, বিএফইউজে মহাসচিব এম. আবদুল্লাহ, ডিইউজের সভাপতি কাদের গণি চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইলিয়াস খান, প্রমুখ। বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল তোপখানা রোড প্রদক্ষিণ করে। রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, কি অপরাধে সুবর্ণা নদীকে হত্যা করা হল? কি অপরাধে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলা করা হল? আমরা জানি না। সন্ত্রাসীদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে এবং সাংবাদিকদের নিরাপত্তা দিতে হবে। তিনি আরো বলেন, সরকারের লোকজন ছাড়া আজ কাউকে মিডিয়ার ডিক্লারেশন দেয়া হচ্ছে না। এ অবস্থা বেশিদিন থাকবে না। যারা সাংবাদিকদের উপর হাত দিয়েছে তাদের হাতও পুড়ে গেছে। এ সরকারের হাতও পুড়ে যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাংবাদিক

১৫ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ