প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
হরপ্রীত কওর ওরফে হ্যাপি (সোনাক্ষি সিনহা) উদ্যান বিদ্যায় পড়াশোনা শেষ করে বিষয়টি শিক্ষকতা করার ইচ্ছায় চীনে যায়। দেশে বাবার সঙ্গে কিছু সমস্যা হবার কারণে সে কোথায় যাচ্ছে জানায়নি। পাশাপাশি একদল মন্দ লোক আরেক হ্যাপিকে (ডায়ানা পেন্টি) অপহরণ করার জন্য চীনে অপেক্ষায় আছে। পরের হ্যাপি তার স্বামী গুডডুকে (আলি ফজল) নিয়ে দেশটিতে আসছে। মন্দ লোকেরা হ্যাপি নং ১কে অপহরণ না করে ভুলে হ্যাপি নং ২কে (সোনাক্ষি) উঠিয়ে নিয়ে যায়। উদ্যানবিদ্যা কলেজের ড্রাইভার হ্যাপি-গুড্ডু দম্পতিকে গাড়িতে তুলে নেয়। হ্যাপি নং ২কে খুঁজতে এসে দামান সিং ভাগগা (জিমি শেরগিল) এবং উসমান আফ্রিদি (পীযুষ মিশ্র) অপহৃত হলে কাহিনী নতুন দিকে মোড় নেয়। এসব অপহরণের ঘটনার পেছনে খুশবন্ত সিং গিলের ( জাসসি গিল) কী ভূমিকা?
হলিউড শীর্ষ পাঁচ
১ ক্রেজি রিচ এশিয়ান্স
২ দ্য মেগ
৩ দ্য হ্যাপিটাইম মার্ডার্স
৪ মিশন : ইম্পসিবল- ফলআউট
৫ মাইল টোয়েন্টিটু
বলিউড শীর্ষ পাঁচ
১ গোল্ড
২ হ্যাপি ফির ভাগ যায়েগি
৩ সত্যমেব জয়তে
৪ কারোয়ান
৫ মুল্ক
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।