Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আদর্শিক পরিবর্তনে ইসলামী আন্দোলন কাজ করছে -মাওলানা ইউনুছ আহমাদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, রাজনীতিতে গুনগত ও আদর্শিক পরিবর্তনের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ করছে। তিনি বলেন, জোট-মহাজোট দ্বারা দেশ, ইসলাম ও মানবতার কোন কল্যাণ সম্ভব নয়। একমাত্র ইসলামেই কল্যাণ নিহিত। প্রচলিত রাজনীতিতে হিংসা ও বিদ্বেষ সৃষ্টি করে। ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কাজ করতে বলে। রাজনীতি মানুষের কল্যাণের জন্য, যে রাজনীতিতে মানুষের কোন কল্যাণ নেই, সে রাজনীতি কোন মানুষ করতে পারে না।
গতকাল বৃহস্পতিবার বেলা ২টায় পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নির্বাচন পরিচালনা কমিটির এক সভায় তিনি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী প্রমুখ।
ইভিএম চাপিয়ে দেয়ার চক্রান্ত হচ্ছে
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম এক বিবৃতিতে বলেছেন, নির্বাচন কমিশন জনগণের ইচ্ছার বিরুদ্ধে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নামে এক বিতর্কিত মাধ্যম জনগণের ওপর চাপিয়ে দেয়ার চক্রান্ত করছে। ইভিএম নিয়ে বিশ্বজুড়ে যখন হতাশা ও সমালোচনার ঝড় বইছে, তখন এই ধরনের উদ্যোগ এদেশে নতুন করে সঙ্কট সৃষ্টি করবে। নেতৃদ্বয় বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠনগুলো জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার না করার মতামত দিয়েছিল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা নিয়ে নির্বাচন কমিশনের অতি তোড়জোড় গভীর চক্রান্ত বলেই মনে হচ্ছে। ইভিএম পদ্ধতি চাপিয়ে দেয়ার চক্রান্ত দেশবাসি রুখে দাড়াবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ