Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

ঠাকুরগাঁওয়ে গুম দিবস

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৮, ১২:০৪ এএম

গুমের শিকার ব্যক্তিদের স্বরণে আর্ন্তজাতিক দিবস হিসেবে মাববন্ধন ও স্মরণ সভা পালন করেছে অধিকার নামে একটি সংগঠন। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় ঠাকুরগাঁও প্রেসক্লাব হলরুমে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাংবাদিক শাহিন ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি নুর আফতাব রুপম, সাংবাদিক ফজলে ইমাম বুলবুল, কামরুল হাসানসহ অনেকে। এসময় বক্তারা বলেন, গুম হওয়া প্রতিটি পরিবার আজ নিঃশ্ব। আমরা আশা করবো প্রশাসন এ বিষয়ে দায়িত্বশীল ভুমিকা পালন করবেন। পুনরায় এ ধরনের ঘটনা যেন না ঘটে। সেই সাথে গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দিতে সরকারের প্রতি অনুরোধ জানানোর পাশাপাশি অপরাধিদের শাস্তির আওতায় আনার দাবি জানান। পরে প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। ঠাকুরগাঁও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাববন্ধন

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ