রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শামসুল হুদা লিটন, কাপাসিয়া (গাজীপুর) থেকে : আগামীকাল নির্বাচন। গ্রামে গ্রামে চলছে ইরি-বোরো ফসল কাটার ধুম। শত ব্যস্ততার মাঝেও মানুষজন সময় পেলেই মেতে পড়েন ভোটের আলোচনায়। তবে সব হিসাব-নিকাশের পর ভোটারের শংকা সুষ্ঠুভাবে ভোট প্রদান ও গ্রহণ নিয়ে। আগামীকাল ২৩ এপ্রিল এ উপজেলার ১১টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিয়নেই আওয়ামী লীগ ও বিএনপির এবং ৭টিতে জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন। তবে আওয়ামী লীগের রয়েছে ৬ বিদ্রোহী প্রার্থী। এর মধ্যে ৩ জনের অবস্থান খুবই শক্তিশালী। অপরদিকে বিএনপির ১ জন শক্তিশালী বিদ্রোহী প্রার্থী। বিগত নির্বাচনে বিএনপি ৬টিতে এবং আওয়ামী লীগ ৫টিতে। এবার চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। বিভিন্নভাবে হুমকি, ভীতি ও অজানা শংকার কারণে কোথাও এবার বিএনপির নেতা-কর্মীদের মাঠে প্রার্থীদের পক্ষে সক্রিয় থাকতে দেখা যাচ্ছে না। অপরদিকে আওয়ামী লীগের প্রার্থীদের প্রচারণায় তৃণমূলে রয়েছে বিশাল কর্মীবাহিনী। উপজেলার সনমানিয়া, চাঁদপুর, তরগাঁও, ঘাগুটিয়া, দুর্গাপুর ইউনিয়নে বিএনপির প্রার্থীরা বাধা ও হুমকির সম্মুখীন হয়েছেন বলে আ স ম হান্নান শাহ সংবাদ সম্মেলন করে সরকারি দলের বিরুদ্ধে অভিযোগ করেছেন। উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রার্থীরা হলেনÑ সিংহশ্রী ইউনিয়ন : ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম কাঁইয়া (আ.লীগ), আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান আশরাফ উদ্দিন খান আলামিন (আনারস), বর্তমান চেয়ারম্যান সাখাওয়াত হোসেন ভূইয়া মানছুর (বিএনপি)। রায়েদ ইউনিয়ন : বর্তমান চেয়ারম্যান আবদুল হাই (আ.লীগ), আওয়ামী লীগের বিদ্রোহী উপজেলা আওয়ামী লীগের সদস্য ওয়াজ উদ্দিন মোল্লা (আনারস), উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল হক (বিএনপি), মাহবুব আলম (জাপা)। টোক ইউনিয়ন : বর্তমান চেয়ারম্যান এমএ জলিল (আ.লীগ), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান শরীফ মোঃ ওয়াহীদ (আনারস), আবু বক্কর সিদ্দিক কিরন (বিএনপি), সামসুদ্দিন (জাপা)। বারিষাব ইউনিয়ন : বর্তমান চেয়ারম্যান এসএম আতাউজ্জামান বাবলু (আ.লীগ), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন আকন্দ (আনারস), মৌলভী কফিল উদ্দিন (বিএনপি), দবির উদ্দিন (জাপা)। ঘাগটিয়া ইউনিয়ন : শাহীনূর আলম সেলিম (আ.লীগ), বর্তমান চেয়ারম্যান হারুন অর রশিদ (বিএনপি), বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান বোহান উদ্দিন নান্নু (আনারস)। সনমানিয়া ইউনিয়ন : সাহাদত হোসেন মাস্টার (আ.লীগ), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আজহার চৌধুরী (মোটরসাইকেল), বর্তমান চেয়ারম্যান সিরাজ উদ্দিন (বিএনপি), জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মাওলানা তোফাজ্জল হোসেন (চশমা) আলমগীর হোসেন বিপ্লব (জাপা)। কড়িহাতা ইউনিয়ন : বর্তমান চেয়ারম্যান মাহবুবুল আলম মোড়ল (আ.লীগ), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট আসলাম হোসেন (আনারস), হারুন আর রশিদ (বিএনপি), জাহাঙ্গীর আলম (জাপা)। তরগাঁও ইউনিয়ন : আইবুর রহমান সিকদার (আ.লীগ), বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান (বিএনপি), বিএনপির বিদ্রোহী প্রার্থী আলী হোসেন চৌধুরী (আনারস), জোবায়ের হোসেন (জাপা)। কাপাসিয়া সদর ইউনিয়ন : উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধান (আ.লীগ), স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী সিরাজুল ইসলাম (আনারস), বর্তমান চেয়ারম্যান আজগর হোসেন খান (বিএনপি)। চাঁদপুর ইউনিয়ন : মিজানুর রহমান মাস্টার (আ’লীগ), নজরুল ইসলাম মোড়ল (বিএনপি)। দুর্গাপুর ইউনিয়ন : এম এ গাফ্ফার (আ.লীগ), বর্তমান চেয়ারম্যান ইউনুস আলী মোল্লা (বিএনপি), সোলাইমান (জাপা)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।