Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছোটভাকলায় হাড্ডাহাড্ডি উজানচরে আ.লীগ সুবিধাজনক অবস্থানে

গোয়ালন্দের ২ ইউনিয়ন

প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা : তৃতীয় ধাপের নির্বাচনে গোয়ালন্দের দু’টি ইউনিয়নে ভোটগ্রহণ আগামীকাল ২৩ এপ্রিল। জানা যায়, গোয়ালন্দ উপজেলায় মূলত ক্ষমতাসীন আওয়ামী লীগের ভোট বেশি। তৃতীয় ধাপে চারটি ইউনিয়নের নির্বাচন হওয়ার কথা থাকলেও ওয়ার্ড পুনর্বিন্যাস জটিলতায় দেবগ্রাম ও দৌলতদিয়া ইউনিয়নের নির্বাচন শেষ মুহূর্তে বন্ধ হয়ে যায়। এতে করে উপজেলার ছোটভাকলা ও উজানচর ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ছোটভাকলা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান আমজাদ হোসেন ও বিএনপি মনোনীত সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আলী মিয়া এবং উজানচর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, সাবেক চেয়ারম্যান আবুল হোসেন ফকির (আনারস) ও আজহার আলী (ঘোড়া) চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। ভোটারদের সাথে কথা বলে জানা যায়, ছোটভাকলা ইউনিয়নে নৌকা ও ধানের শীষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে আভাস পাওয়া গেলেও উজানচর ইউনিয়নে নৌকা বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। এখানে বিএনপি’র কোন প্রার্থী নেই। দু’টি ইউনিয়নেই আওয়ামী লীগের ৪/৫জন করে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। শুরুতে মনোনয়ন বঞ্চিত নেতারা দলীয় প্রার্থীর পক্ষে জোরালোভাবে মাঠে ছিল না। তবে শেষ মুহূর্তে সকল পর্যায়ের নেতারা দলীয় প্রার্থীর পক্ষে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। এদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের লিখিত ও মৌখিক একাধিক অভিযোগ করেছেন। তবে বিধি ভঙ্গের দায়ে এখনো পর্যন্ত কোনো প্রার্থী দ-িত হওয়ার খবর পাওয়া যায়নি। উজানচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছুদ্দিন ম-ল জানান, দলীয় প্রার্থীর জয়ের ব্যাপারে তারা পূর্ণ আস্থা রয়েছে। দলের সকল নেতা-কর্মীরা নৌকার পক্ষে মাঠে রয়েছে। উপজেলা নির্বাচন অফিসার আতিয়ার রহমান জানান, এ পর্যন্ত এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আচরণবিধি ভঙ্গের কোন অভিযোগ পেলে তা সঙ্গে সঙ্গে যাচাই করা হচ্ছে। নির্বাচন সুষ্ঠু ও অবাদ করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছোটভাকলায় হাড্ডাহাড্ডি উজানচরে আ.লীগ সুবিধাজনক অবস্থানে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ