রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দলীয় মনোনয়ন প্রদানে কেন্দ্রীয় নির্দেশনা প্রতিপালনের দাবি
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১নং কামদিয়া ইউনিয়নের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রদানে বাংলাদেশ আ.লীগের কেন্দ্রীয় নির্দেশনার ১৭নং অনুচ্ছেদ প্রতিপালনের দাবিতে গত বুধবার গোবিন্দগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কামদিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মশফিকুর রহমান চৌধুরী উজ্জল বলেন, গত ১ এপ্রিল ২০১৬ তারিখে বাংলাদেশ আ.লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এমপি স্বাক্ষরিত চিঠি মোতাবেক ১৭নং অনুচ্ছেদ অনুযায়ী ইউনিয়ন কমিটি ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দের সাথে বর্ধিত সভা করে ১জন প্রার্থীর নাম সুপারিশ করার নির্দেশনা দেন। সে মোতাবেক কামদিয়া ইউনিয়ন আ.লীগ গত ৯/৪/১৬ তারিখে ইউনিয়ন কমিটি ও ওয়ার্ড কমিটির সভাপতি সাধারণ সম্পাদকদের নোটিশ করে। এরপর গত ১১/০৪/১৬ তারিখে ইউনিয়ন কমিটি ও ওয়ার্ড কমিটি আলাদা দুটি বর্ধিত সভা করে আলাপ আলোচনার মাধ্যমে আমার একক নাম প্রস্তাব করে সুপারিশ করে। দুটি রেজুলেশনে সদস্যরা স্বাক্ষর করেন। যা ইউনিয়ন আ.লীগের সভাপতি আলহাজ আব্দুর রউফ ফকির শাহানসাহার মাধ্যমে উপজেলা আ.লীগের সভাপতি ও সাধারন সম্পাদক বরাবরে প্রেরণ করা হয়। তৃণমূল আ.লীগের সুপারিশ অনুযায়ী কামদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়ন চূড়ান্ত করার জন্য আ.লীগের সভানেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- কামদিয়া ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, ৫নং ওযার্ড সভাপতি হাফিজার রহমান, ৬নং ওযার্ড সভাপতি হুমায়ন কবির, ৮নং ওযার্ড সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, ইউনিয়ন যুবলীগের সভাপতি কাজল চৌধুরী, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক জাকিরুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক আবু নাঈম মোঃ জাহাঙ্গীর হোসেন টিটু প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।