Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারে নতুন এডিশনাল এসপি

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৮, ৮:৩৩ পিএম | আপডেট : ১২:২১ এএম, ৩০ আগস্ট, ২০১৮

কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ ইকবাল হোসাইন। তিনি রোববার (২৬ আগস্ট) থেকে দায়িত্ব
পালন শুরু করেছেন। কক্সবাজার আসার আগে তিনি
ব্রাক্ষণবাড়িয়া জেলায় এডিশনাল এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মোহাম্মদ ইকবাল হোসাইন নরসিংদী জেলার মনোহরদী উপজেলার পীরপুর গ্রামের ১৯৮১ সালের ১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার পিতা বীর মুক্তিযোদ্ধা এবং স্কুল শিক্ষক শওকত আলী।
তিনি ২০০৮ সালে ২৭ তম বিসিএস উত্তীর্ণ হয়ে পুলিশের চাকুরিতে যোগদান করেন। এর আগে ঢাকা মেট্রোপলিটন, এয়ারপোর্ট, সিলেট মেট্টোপলিটন এবং ব্রাক্ষণবাড়িয়া জেলায় দায়িত্ব পালন করেন।
কক্সবাজার জেলায় সার্বিক দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এডিশনাল এসপি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ