Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিএমএস-এর ব্যানারে খালেদ মুন্না’র হবেনা মিলন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

এই প্রজন্মের প্রতিশ্রতিশীল কন্ঠশিল্পী খালেদ মুন্না। একাধিক একক ও মিক্সড অ্যালবামে তার গান প্রকাশিত হয়েছে। এবার তিনি নিয়ে আসছেন নতুন গান ‘হবেনা মিলন’। প্লাবন কোরেশী’র কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন রাজন সাহা। গানটি প্রকাশ করছে ধ্রæব মিউজিক স্টেশন (ডিএমএস)। মুন্সীগঞ্জের পদ্মার পাড়ের নয়নাভিরাম দৃশ্যে স্যাড-রোমান্টিক গল্পে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মান করেছেন সৈকত রেজা। গানের মডেল হিসেবে দেখা যাবে মডেল অভিনেতা এ কে আজাদ ও জাহানারা মিতুকে। খালেদ মুন্নাও আছেন। খালেদ মুন্না বলেন, ‘সেই ছোটবেলা থেকে গান করছি, গান নিয়ে দীর্ঘদিন উন্মাতাল থেকেছি। সবার কাছ থেকে পাওয়া অনুপ্রেরণা আর নিজের তাগিদ থেকেই এখনো গান করছি, করে যেতে চাই। ‘হবেনা মিলন’ গানটি একজন প্রেমিক হৃদয়ের আর্তনাদের গান। গানের সাথে মিল রেখে হৃদয়স্পর্শী গল্পে গানটির ভিডিও নির্মিত হয়েছে। সাধ্যের সবটুকু দিয়ে গানটি করার চেষ্টা করেছি। কতটা পেরেছি তা শ্রোতারাই বলবেন’। তবে আমার বিশ্বাস, শ্রোতা-দর্শকদের ভালো লাগবে। ধ্রæব মিউজিক স্টেশন (ডিএমএস) সুত্রে জানা যায়, আগামী ৩০ আগস্ট তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ