Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে সাংবাদিককে আ.লীগ কর্মীর হুমকির অভিযোগ

প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে
আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগের সাথে জড়িত আওয়ামী লীগ কর্মী দাবিদার মোশারফ হোসেন খান ও যুবলীগ নেতা আবু সাঈদের বিরুদ্ধে সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরী করেছেন মিঠুন সরকার। বুধবার রাতে সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিঠুন সরকারকে সংবাদ প্রকাশের জেরে প্রাণনাশের হুমকি প্রদান করায় এ জিডি করেন তিনি। একাত্তর টেলিভিশনের সাংবাদিক মিঠুন সরকার জানান, অবৈধ গ্যাস সংযোগের ঘটনায় তিতাস গ্যাস কর্তৃপক্ষের দায়েরকৃত মামলার ঘটনায় সংবাদ প্রকাশের জের ধরে আমাকে হত্যার হুমকি প্রদান করে মোশারফ ও আবু সাঈদ। তিনি বলেন, মোশারফের বিরুদ্ধে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে কোটি কোটি টাকা বাণিজ্যের সংবাদ প্রকাশ করায় প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেছে। এদিকে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন সাভার, আশুলিয়া, জাহাঙ্গীরনগর ও ধামরাই প্রেসক্লাবের সকল সদস্য ও কর্মরত সাংবাদিকবৃন্দ। আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিনুল কাদির জানান, জিডিটি তদন্তের জন্য একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তের পরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাভারে সাংবাদিককে আ.লীগ কর্মীর হুমকির অভিযোগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ