Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পীরগঞ্জে ডাকাত সর্দারসহ গ্রেফতার ১৬

প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

পীরগঞ্জ (রংপুর) উপজেলা সংবাদদাতা
পীরগঞ্জ থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার সকালে গোপন সূত্রে সংবাদ পেয়ে অভিযান চালিয়ে রনজু (২৮) নামের এক ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে। সে সাদুল্যাপুর উপজেলার কাঠালক্ষিপুর গ্রামের রাজা মিয়ার পুত্র। পুলিশ জানায়, বুধবার রাতভর অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে জুয়াসহ অন্যান্য মামলায় আরও ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ডাকাতির কাজে ব্যবহৃত ২০টিরও বেশি দেশীয় অস্ত্র উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হচ্ছেÑমিঠাপকুর উপজেলার হামিদপুর গ্রামের মনছুর আলীর পুত্র শামীম (৫), আজিজুল হকের পুত্র বাহাদুর, ধলারপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র আয়নাল হক। এদিকে পীরগঞ্জ উপজেলার রায়পুর ইউনিয়নের সাতগড়া বাজার থেকে দারোগা আনোয়ার হোসেন পৃথক অভিযান চালিয়ে সাতগড়া গ্রামের মৃত খায়রুল ইসলামের পুত্র শাহীন আলম, খয়বরের পুত্র শরিফুল, তোফাজ্জলের পুত্র তহিদুল, মৃত আহম্মদ আলীর পুত্র খলিল মিয়া, কুমারগাড়ি গ্রামের মৃত মনছুর আলীর পুত্র আব্দুর রউফ, মৃত আবুল হোসেনের পুত্র বকুল মিয়া, আহাদ আলীর পুত্র হাসানুর, দারিয়াপুর গ্রামের মতিয়ার রহমানের পুত্র মাহাবুব, আজিজার রহমানের পুত্র আনারুল, ধর্মদাশপুর গ্রামের সামছুল আলমের পুত্র রাঙ্গা মিয়া ও মায়াগাড়ি গ্রামের রহিম উদ্দিনের পুত্র মেনাজুল গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা বর্তমানে জেলহাজতে রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পীরগঞ্জে ডাকাত সর্দারসহ গ্রেফতার ১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ