পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দালালদের অপতৎপরতা রোধে লেবাননে সাময়িকভাবে কর্মী নিয়োগ স্থগিত করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানিয়েছেন লেবাননস্থ বাংলাদেশ দূতাবাসের হেড অব কনস্যুলেট ও কাউন্সেলর সায়েম আহমেদ। বাংলাদেশ থেকে লেবাননে কর্মী পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ সরকার একটি নতুন গাইডলাইন তৈরি করছে। এজন্য বাংলাদেশ থেকে লেবাননে কর্মী পাঠানো সাময়িক বন্ধ রাখা হয়েছে। গত ২৩ আগস্ট লেবাননের রাজধানী বৈরুতে সায়েম আহমেদ স্বাক্ষরিত একটি চিঠিতে একথা বলা হয়েছে।
ওই চিঠিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দূতাবাস নিয়োগের চুক্তিপত্র সত্যায়িত করার প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে। এর আগে বৈরুতের বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে চিঠিটি পোস্ট করে বলা হয়েছে, দালালদের কারণে সৃষ্ট বিভিন্ন সমস্যার জন্য সরকার আপাতত বাংলাদেশ থেকে লেবাননে কর্মী পাঠানো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।