বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের হাটহাজারী উদালিয়া ত্রিপুরা পল্লীতে ভাইরাস আক্রান্ত শিশুদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। চিকিৎসকরা বলছেন, টিকা না দেয়ায় এবং অপুষ্টিহীনতার কারণে শিশুদের অবস্থা নাজুক হয়ে পড়েছিল। চিকিৎসার মাধ্যমে তাদের সারিয়ে তোলা হচ্ছে। যেসব শিশু আক্রান্ত হয়নি তাদেরও পুষ্টিকর খাবার সরবরাহের উদ্যোগ নেয়া হয়েছে।
ত্রিপুরা পল্লীর বিকল টিউবওয়েল সচল করা হচ্ছে। সেখানে স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণ করা হচ্ছে। স্বাস্থ্যবিভাগের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন দুর্গম ওই পল্লীর বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে। হাম ভাইরাস আক্রান্ত হয়ে চার শিশুর মৃত্যু আরও অন্তত ২৫ শিশু অসুস্থ হওয়ার পর আলোচনায় আসে ত্রিপুরা পল্লীর বাসিন্দারা। ইতোমধ্যে নিশ্চিত হওয়া গেছে শিশুরা হামে আক্রান্ত হয়েছে।
এদিকে বাংলাদেশ কল্যাণ পাটির চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক গতকাল হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ত্রিপুরা পল্লীর হাম রোগে আক্রান্ত শিশুদের দেখতে যান। এসময় তিনি ত্রিপুরা পল্লী থেকে হাসপাতালে ভর্তি হওয়া রোগী ও অভিভাবকদের সাথে কথা বলে তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। হাটহাজারী উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মোঃ ইমতিয়াজ হোসাইন, শিশু বিশেজ্ঞ ডা. রিফাত জাহানসহ হাসপাতালের চিকিৎসকরা এ সময় উপস্থিত ছিলেন। সৈয়দ ইবরাহিম এলাকার বিত্তবানদের প্রতি ত্রিপুরা পল্লীর অসহায় মানুষের পাশে এগিয়ে অসার আহবান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।