বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলে ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন।
দন্ডিত ব্যক্তির নাম আব্দুল জলিল। তিনি ঘাটাইল উপজেলার শালিয়াবহ গ্রামের মৃত ইদ্দিস আলীর ছেলে। রায়ে একই সাথে ধর্ষণের ফলে জন্ম নেয়া কন্যা শিশুটির পিতৃত্বের স্বীকৃতি ও ভরণ-পোষণের দায়িত্ব দন্ডিত আসামীকেই নিতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিশেষ পিপি একেএম নাছিমুল আক্তার জানান, ২০১০ সালের ১ জানুয়ারি ঘাটাইল উপজেলার শালিয়াবহ গ্রামের এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দন্ডিত আব্দুল জলিল ধর্ষণ করে। পরবর্তীতে ওই নারী গর্ভবতী হয়ে পরলে জলিল তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। পরে ধর্ষনের শিকার নারী নিজেই বাদি হয়ে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা দায়ের করেন। মামলা চলাকালিন সময়ে ২০১০ সালে ওই নারীর কন্যা সন্তান জন্ম হয়। আদালতে রাষ্ট্রপক্ষ ওই কন্যার ডিএনএ পরীক্ষার আবেদন করে। আদালতের নির্দেশে ডিএনএ পরীক্ষায় কন্যা শিশুটির পিতা দন্ডিত আব্দুল জলিল বলে প্রমাণিত হয়। দন্ডিত জলিল জামিনে মুক্ত হয়ে পলাতক রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।