Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ত্রসহ যুবককে আটকের দাবী পুলিশের

সাজানো দাবী করে এলাকাবাসীর থানা ঘেরাও

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৮, ৮:২০ এএম

দিনাজপুরের দপ্তরীপাড়া রেল ব্রিজ মোড় থেকে এক যুবককে আটকের প্রতিবাদে গতকাল সোমবার রাতে শত শত নারী পুরুষ কোতোয়ালি থানা ঘেরাও করে। পুলিশের এডিশনাল পুলিশ সুপার মাহফুজ আশরাফ জানান, ঈদের পর নিয়মিত বিশেষ অভিযানের অংশ হিসাবে গোপন সূত্রের খবরের ভিত্তিতে আজ সন্ধ্যা ৬ টায় উক্ত এলাকায় অভিযান চালায়। সঙ্গী ৩ যুবক পালিয়ে গেলেও দুই রাউন্ড গুলি ভর্তি অবস্থায় বিদেশী পিস্তলসহ সোহেল রানা নামে এক যুবককে আটক করে। অপরদিকে পুলিশের দাবী সে অস্ত্র ও হত্যা মামলার এজাহারভুক্ত আসামী। সোহেলকে আটকের প্রতিবাদে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে উঠে এবং তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। অতিরিক্ত পুলিশের সাহায্যে তাকে কোতোয়ালি থানায় নিয়ে আসে। দপ্তরীপাড়া শত শত নারী পুরুষ সোহেলের মুক্তির দাবীতে থানা ঘেরাও করে। রাত পৌনে দশটার সময় পুলিশ লাঠিচার্জ করে সমবেত নারী-পুরুষকে হটিয়ে দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সাড়ে ১০ টায় বিক্ষুব্ধ জনতা থানার আশপাশে অবস্থান নিয়ে থাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ