পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীতে চলাচলকারী রংচটা বাসগুলোর চেহারা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রং করে ফেরাতে হবে হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল সোমবার সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, বাসের গরিব গরিব চেহারা...। এই নগরীর প্রায় সব গাড়ির চামড়া উঠে গেছে। এই গাড়িগুলো দেখতে কেমন লাগে, তা সবাই জানেন। এই প্রবণতা বন্ধে মালিক নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্ত আপাতত ঢাকা মহানগরে বাস্তবায়ন করা হবে।
মন্ত্রী বলেন, ঢোকায় বাসের এমন চেহারা,গ্রামের গাড়ি এগুলো থেকে অনেক ভালো, অনেক সুন্দর। এই কথাটা আমরা বারবার বলি তারপরও আমরা লজ্জা পাই না।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মরহুম মেয়র আনিসুল হক সাহেব মালিকদের সঙ্গে যৌথভাবে উদ্যোগ নিয়েছিলেন। অনেকগুলো বৈঠকও তিনি করে গেছেন। তার (আনিসুল হক) মৃত্যুতে এই বিষয়টি আর এগোতে পারেনি।
তিনি বলেন, আমরা এখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনকে এ ব্যাপারে দায়িত্ব দিলাম। তার নেতৃত্বে এখন আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ হবে, আনিসুল হক সাহেব যে পথ দেখিয়ে গেছেন। উত্তর সিটি কর্পোরেশনের প্রতিনিধিও সমন্বিতভাবে কাজ করে যাবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।