পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক (ডিজি) রিয়ার অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর সঙ্গে ভারতীয় কোস্ট গার্ডের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে ভারতীয় কোস্টগার্ড সদর দফতরে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। কোস্টগার্ড জানায়, ভারতের আমন্ত্রণে পাঁচ দিনের সফরে (২৬-৩০ আগস্ট) রোববার কোস্টগার্ড প্রতিনিধি দল ভারত যায়। দু’দেশের দ্বিপাক্ষিক আলোচনায় দুই বাহিনীর মধ্যে প্রশিক্ষণ ও দু’দেশের মধ্যে অনুসন্ধান ও উদ্ধার অভিযান সংক্রান্ত অনুশীলন এবং তথ্য আদান প্রদানসহ সাগরে পরিবেশ দূষণ রোধে পারস্পরিক সহযোগিতা করার বিষয়ে আলোচনা করা হয়। ২০১৫ সালে দু’দেশের কোস্ট গার্ডের মধ্যে স্বাক্ষরিত এসওপি ও সমঝোতা স্মারকের অংশ হিসেবে এ পযন্ত বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, উভয় দেশের অংশগ্রহণে বিভিন্ন এক্সারসাইজ, শুভেচ্ছা সফর বাহিনী প্রধান ও তাদের প্রতিনিধিদের মধ্যে সফর বিনিময় ও বিভিন্ন পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়ে আসছে। এরই অংশ হিসেবে মহাপরিচালক বাংলাদেশ কোস্টগার্ড সফরে ২ জন সফরসঙ্গীসহ ভারত যান। সফরে বাংলাদেশ কোস্টগার্ডে-ডিজির ভারতীয় নৌবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ, গোয়া শিপইয়ার্ড পরিদর্শন ও রিজিওনাল কমান্ডার নর্থ ইস্টের সঙ্গে সাক্ষাৎ করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।