Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ-ভারত কোস্টগার্ডের বৈঠক

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক (ডিজি) রিয়ার অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর সঙ্গে ভারতীয় কোস্ট গার্ডের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে ভারতীয় কোস্টগার্ড সদর দফতরে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। কোস্টগার্ড জানায়, ভারতের আমন্ত্রণে পাঁচ দিনের সফরে (২৬-৩০ আগস্ট) রোববার কোস্টগার্ড প্রতিনিধি দল ভারত যায়। দু’দেশের দ্বিপাক্ষিক আলোচনায় দুই বাহিনীর মধ্যে প্রশিক্ষণ ও দু’দেশের মধ্যে অনুসন্ধান ও উদ্ধার অভিযান সংক্রান্ত অনুশীলন এবং তথ্য আদান প্রদানসহ সাগরে পরিবেশ দূষণ রোধে পারস্পরিক সহযোগিতা করার বিষয়ে আলোচনা করা হয়। ২০১৫ সালে দু’দেশের কোস্ট গার্ডের মধ্যে স্বাক্ষরিত এসওপি ও সমঝোতা স্মারকের অংশ হিসেবে এ পযন্ত বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, উভয় দেশের অংশগ্রহণে বিভিন্ন এক্সারসাইজ, শুভেচ্ছা সফর বাহিনী প্রধান ও তাদের প্রতিনিধিদের মধ্যে সফর বিনিময় ও বিভিন্ন পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়ে আসছে। এরই অংশ হিসেবে মহাপরিচালক বাংলাদেশ কোস্টগার্ড সফরে ২ জন সফরসঙ্গীসহ ভারত যান। সফরে বাংলাদেশ কোস্টগার্ডে-ডিজির ভারতীয় নৌবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ, গোয়া শিপইয়ার্ড পরিদর্শন ও রিজিওনাল কমান্ডার নর্থ ইস্টের সঙ্গে সাক্ষাৎ করবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ