বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উস্কানির অভিযোগে আটক কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহŸায়ক ও ইডেন কলেজের ছাত্রী লুৎফুন্নাহার ওরফে লুমা সরকারকে জামিন দিয়েছেন আদালত। গতকাল বিকেলে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সুব্রত ঘোষ লুমার জামিন মুঞ্জুর করেন।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত রোববার লুৎফুন্নাহার লুমার জামিনের আবেদন করা হলেও মামলার নথি না থাকায় ওইদিন আদালতে শুনানি হয়নি। তবে গতকাল সোমবার মামলার প্রয়োজনীয় কাগজপত্রসহ শুনানির দিন ধার্য করেন আদালত। পূর্ব ঘোষণা মতো গতকাল বিকেলে লুমার জামিনের আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সুব্রত ঘোষ তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন। লুমার জামিনের মধ্যদিয়ে কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতার হওয়া সবাই জামিন পেলেন।
লুমার পক্ষে আদালতে শুনানিতে অংশ নেন আইনজীবী জায়েদুর রহমানসহ জ্যোতির্ময় বড়ুয়া, ড. জাহিদ ইকবাল ও আরও কয়েকজন আইনজীবী। শুনানিতে জ্যোতির্ময় বড়ুয়া বলেন, লুমার বিরুেেদ্ধ তথ্যপ্রযুক্তি আইনের যে ধারায় অভিযোগ আনা হয়েছে তা এ আইনের আওতায় আসে না। এ ছাড়া কোটা সংস্কার আন্দোলনের অনেকে জামিনে থাকার বিষয়সহ সার্বিক দিক বিবেচনায় লুমার জামিন চাওয়া হয়।
উল্লেখ্য, মামলার এজহার থেকে জানা যায়, ফেসবুক লাইভে এসে বিভিন্ন উসকানিমূলক মিথ্যা তথ্য প্রচার করার অভিযোগে রমনা থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়। এর ভিত্তিতে গত ১৫ আগস্ট ভোরে সিরাজগঞ্জের বেলকুচি থেকে লুমাকে গ্রেফতার করে ঢাকায় আনে পুলিশ। এ দিকে গত রোববার কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতার শিক্ষার্থী তৌহিদুল ইসলাম ওরফে তুষার ও নিরাপদ সড়ক আন্দোলনকে কেন্দ্র করে গ্রেফতার হওয়া নারী উদ্যোক্তা বর্ণালী চৌধুরী লোপাকে জামিন দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।