রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ায় একটি পোশাক কারখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাকাতদের মারধরের কারণে কারখানাটির অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ডাকাতরা এ সময় কারখানায় থাকা ল্যাপটপ, সুতা, মেশিনারিজসহ ৩০ লক্ষাধিক টাকার মালামাল লুট নিয়েছে।
গতকাল সোমবার ভোর রাতে আশুলিয়ার কবিরপুর দেওয়ানপাড়া এলাকার লাব্বাইক ফ্যাশন ওয়্যার লিমিটেড কারখানায় এ ডাকাতির ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছেন। সকালে ডাকাতির খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
লাব্বায়েক ফ্যাশন ওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নিদানুজ্জামান জানান, ২০-২৫ জনের একদল মুখোশপরিহিত ডাকাতদল সীমানা প্রাচীর টপকিয়ে ওই কারখানায় প্রবেশ করে। এ সময় কারখানার ভেতরে থাকা কর্মরত অন্তত ১০ জন শ্রমিক এবং তিনজন নিরাপত্তাকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে সকলের হাত-পা ও মুখ বেঁধে মারধর করে।
পরে ডাকাতরা কারখানায় থাকা সুতা, একটি ল্যাপটপ, ম্যাশিনারিজ এবং শ্রমিকদের সাথে থাকা নগদ টাকা, একটি স্বর্ণের আংটি ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। ডাকাতরা প্রায় দুই ঘণ্টাব্যাপী এ তান্ডব চালায় বলে শ্রমিকরা জানায়। ডাকাতরা ৩০ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে বলে তিনি দাবি করেন।
আশুলিয়া থানার ওসি আবদুল আউয়াল ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ডাকাতদের গ্রেফতার ও ডাকাতি হওয়া মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।