প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এবার ট্রাভেল শো উপস্থাপনা করছেন চিত্রনায়ক নিরব। প্রবাসী বাঙালিদের মধ্যে যারা সফল তাদের নিয়ে কানাডায় শূটিং হবে এই ট্রাভেল শো’র। সেখানে সফল ব্যক্তিদের কর্মজীবন ও সফল্যের পেছনের গল্প নিয়ে নির্মিত হবে এই শো। ৮-১০ পর্বে নির্মিত হবে অনুষ্ঠানটি। নিরব এখন কানাডায় আছেন। নিরব বলেন, প্রবাসী সফল বাঙালিদের নিয়ে ভিন্ন একটি আয়োজন এটি। পুরো শোটি আমি উপস্থাপনা করবো। এ রকম একটি আয়োজনের সঙ্গে থাকতে পেরে ভালো লাগছে। প্রবাসী বাঙালি যারা আছেন, তারা পরিবার পরিজন ছেড়ে অনেক দূরে থাকেন। তারা কতটা ত্যাগ স্বীকার করে নিজেদের সফল ব্যক্তি হিসেবে গড়ে তোলেন সেটা অনেকেরই অজানা। এই আয়োজন থেকে আমাদের শেখার আছে অনেক কিছু। উল্লেখ্য, বর্তমানে নিরব কাজ করছেন 'আব্বাস' ও 'হৃদয়জুড়ে' সিনেমাতে। এছাড়াও শিগগিরই শুরু হতে যাচ্ছে তার নতুন সিনেমা 'অফিসার রিটার্নস'।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।