Inqilab Logo

বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪, ১৩ আষাঢ় ১৪৩১, ২০ যিলহজ ১৪৪৫ হিজরী

মাগুরার সাচিলাপুর বাজারে অগ্নিকান্ড ৫ দোকান পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার মাগুরা : | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

মাগুরার শ্রীপুর উপজেলার সাচিলাপুর বাজারে শনিবার গভীর রাতে অগ্নিকান্ডে ৫ দোকান ঘর পুড়ে গেছে। এতে অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছে ক্ষতিগ্রস্তরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কামাল হোসেন জানান, বাজারে বেচাকেনা শেষ করে রাত দেড়টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যান তিনি। রাত আড়াইটার দিকে তার দোকানসহ কয়েকটি দোকানে আগুন লেগেছে শুনে দ্রæত বাজারে আসেন। এসে দেখেন তার দোকানসহ আয়ুব হোসেন, হোসেন আলী, মিলন হোসেন ও আকিদুলের দোকান পুড়ে গেছে। দোকানের মালিক আলমগীর মোল্যা আলম ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। পরে শ্রীপুর ফায়ার সার্ভিসের দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ সাব-অফিসার অমল কৃষ্ণ বসু জানান, বিদ্যুতের সট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে। শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দোকান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ