Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসি আরপিও সংশোধনে একমত হয়নি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন নিয়ে কোনো সিদ্ধান্তে একমত হতে পারেনি নির্বাচন কমিশন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের চিন্তাভাবনা চলছে।
গতকাল রোববার স্বল্প সময়ের জন্য বৈঠক বসলেও কোনো সিদ্ধান্ত ছাড়াই তা শেষ হয়। আগামী ৩০ অগাস্ট আবারও কমিশন বসবে এবং সেখানে ফের এ বিষয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, আরপিও সংশোধনীর বিষয়ে আলোচনা শুরু হয়েছে। আরও কয়েকটি বৈঠকের পর সিদ্ধান্ত হবে কোন কোন ধারায় পরিবর্তন আনা হবে। তিনি বলেন, কোন কোন ধারায় পরিবর্তন আসতে পারে- তা এখনই বলা যাবে না।
আগামী ৯ সেপ্টেম্বর জাতীয় সংসদের অধিবেশন বসছে। এ অধিবেশন হবে সংক্ষিপ্ত। এত দ্রুত আরপিও সংশোধন করা হলে তা সংসদে পাস করা কীভাবে সম্ভব হবে? এমন প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম বলেন, আমরা সংশোধন করে আইন মন্ত্রণালয়ে পাঠাব। এর মধ্যে পাস করা হলে হল, নয়তো বিদ্যমান আইনেই নির্বাচন হবে। আমরা তাড়াহুড়ো করে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দিতে চাই না। আমরা একটা ভালো আইন করতে চাই। সম্ভব হলে প্রস্তাব পাঠাব। ইসির আইন সংস্কার কমিটির আহ্বায়ক নির্বাচন কমিশনার কবিতা খানম ছাড়া অপর তিন নির্বাচন কমিশনার বৈঠকে উপস্থিত ছিলেন।
বছর শেষে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের আগে আরপিও সংস্কার আর হচ্ছে না- এমন কথা এর আগে বলেছিলেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। তবে গত সপ্তাহে ইভিএম ব্যবহারসহ সংস্কার প্রস্তাবগুলো নিয়ে কমিশনে আলোচনার কথা জানান নির্বাচন কমিশনার কবিতা খানম। তিনি এর আগে বলেছিলেন, আরপিও সংশোধন নিয়ে দুটি কমিশন বৈঠকও হয়েছে। সেখানে কিছু সংশোধন বা আরও কিছু প্রস্তাবনা এসেছে। এখন এটি কমিশন বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। সংসদ নির্বাচনের জন্য কমিশনের মোটামুটি প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেন, ইভিএম ব্যবহারের জন্য সক্ষমতা লাগবে, আস্থার ব্যাপার আছে। প্রশিক্ষিত লোকবল লাগবে। আরপিওতে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে কমিশন সিদ্ধান্ত নিলে সেভাবে এগোব।
প্রসঙ্গত ইভিএম নিয়ে নিজের আপত্তির কথা জানিয়ে আসছে দশম সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপি।##



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ