Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৫০ দিন পর মেনন সচিবালয়ে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

আহত হওয়ার ৫০ দিন পর সচিবালয়ে অফিস করলেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। গত ৫ জুলাই পা পিছলে পড়ে আহত হওয়ার পর গতকাল রোববার সকালে সচিবালয়ে অফিস আসেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কুশল ও ঈদের শুভেচ্ছাও বিনিময় করেন তিনি।
সমাজকল্যাণমন্ত্রী অফিসের চলমান কর্মকান্ডের খোঁজ-খবর নেন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাদের ওপর ন্যস্ত কাজগুলো দ্রুততার সঙ্গে শেষ করার নির্দেশ দেন। সমাজকল্যাণমন্ত্রী সাড়ে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত অফিস করেন। সচিবালয়ে আগত অতিথিদেরও সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন তিনি। অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, সেতুমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের প্রায় অধিকাংশ মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংবাদকর্মীসহ সমাজের সব শ্রেণির মানুষ হাসপাতালে যারা আমাকে দেখতে গিয়েছিলেন তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা।
###



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেনন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ