বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে একটি গার্মেন্ট কারখানায় মঙ্গলবারও গতকাল বুধবার এই দুদিনে গণহিস্ট্রেরিয়ায় অন্তত ৫০ জন নারী শ্রমিক অসুস্থ হয়েছেন। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় অসুস্থ শ্রমিকদের স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাদের বয়স ২২ থেকে ৩৫ এর মধ্যে। মঙ্গলবার বেলা ১২ টায় ২০ নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। তবে গতকাল বুধবার পুনরায় শ্রমিকরা একের পর এক অসুস্থ হতে থাকলে কর্তৃপক্ষ কারখানাটি আজকের মত ছুটি ঘোষণা করেন।
জানা গেছে, সিদ্ধিরগঞ্জের সাইলো এলাকাতে ‘রানস অ্যাপারেলস’ নামের রপ্তানিমুখী গার্মেন্ট কারখানাতে ৯শ শ্রমিক কাজ করে। ২য় দিনের বুধবার সকাল ৯টায় কারখানার কর্তৃপক্ষ শ্রমিকদের সাথে কথা বলে কোরানপাঠ, মিলাদ ও দোয়ার মাধমে কাজ শুরু করে। সকাল বেলা ১১ টার দিকে ৩য় তলার হঠাৎ করে নারী শ্রমিকদের মধ্যে অসুস্থ ভাব চলে আসে। কেউ মাথা ঘুরে পড়ে যায়। তাদের দেখা দেখি আরো কয়েকজন শ্রমিক পড়ে যায়। পরে তাদেরকে সিদ্ধিরগঞ্জে সুগন্ধা ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সুগন্ধা ক্লিনিকের জরুরী বিভাগের ডাক্তার মাহমুদুল হক জানান, কারখানার ভেতরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও বাতাস না থাকার কারণে ২য় দিনে মত প্রায় ৩০ জন নারী শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
কারখানাটির জিএম আরিফুল রহমান জানান, কি কারনে শ্রমিকরা অসুস্থ্য হয়ে পড়েছে তা বলতে পারছিনা। কারখানাটির মধ্যে পর্যাপ্ত আলোর, বাতাস ও পানির ব্যবস্থা রয়েছে। শ্রমিক অসুস্থ্য হওয়ার কারনে গামেন্টসটি আজকের মত ছুটি ঘোষনা করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মু.সরাফত উল্লাহ জানান, ২য় দিনে মত গার্মেন্ট কারখানায় কাজ করার সময় হঠাৎ করে গণহিস্ট্রেরিয়ায় দেখা দেয়। এতে অন্তত ৩০ জন নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাদের স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। কি কারণে কারখানাটিতে এমনটি হচ্ছে তার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করবেন বলে জানাগেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।