Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সাতক্ষীরা বড় বাজারে টাস্ক ফোর্সের অভিযান

বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৮, ৩:৪৭ পিএম

সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারে টাস্ক ফোর্সের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক করা হয়েছে। রোববার বেলা ১২টার দিকে বড় বাজারের ডেভিট খান সিটি মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ভারতীয় আতশ বাজি, চকলেট বাজি, গুড়া দুধ, জুতা, সাবান, তেলসহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার হয়। অভিযানের সময় সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সরকার মোস্তাফিজুর রহমান, সহ- অধিনায়ক মেজর সৈয়দ ফজলে হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তালেবসহ কাস্টমস কর্মকর্তা, বিজিবি এবং পুলিশের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
৩৩ বিজিবি’র অধিনায়ক জানান, অবৈধ পথে আসা এসব আটককৃত মালামালের তালিকা ও মূল্য নির্ধারণের কাজ চলছে। আটককৃত মালামাল কাস্টমসে জমা দেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টাস্ক ফোর্সের অভিযান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ