Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

সড়কে বিশৃঙ্খলার জন্য দায়ী একজনই

আলোচনা সভায় সুলতানা কামাল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ও তত্ত্ববাধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, সড়কে গাড়ি যেভাবে চলার কথা সেভাবে চলছে না। যে নিয়মতান্ত্রিকতা দরকার, সেটা করা যাচ্ছে না। কারণ এ খাতে এমন একজন কেউ আছে, যে এখান থেকে নানাভাবে সুবিধা নেয়। এই ব্যক্তির জন্যই এই খাতে নানা দুর্নীতি কমানো ও সংস্কার করা যাচ্ছে না।
গতকাল শুক্রবার বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি এবং ব্ল প্লানেট ইনিশিয়েটিভ (বিটিআই) নবায়নযোগ্য জ্বালানি নিয়ে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আলোচনা সভায় উপস্থিত ছিলেন- বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আবু সাঈদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম এম আকাশ, সাইফুল ইসলাম, বদরুল ইমাম, নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞ সাজিদ কামাল।
সুুলতানা কামাল বলেন, অনেক ক্ষেত্রেই সচেতনতামূলক প্রোগ্রাম হাতে নেয়া হয়। কিন্তু রাস্তার সচেতনতা বাড়াতে তেমন পদক্ষেপ দেখা যাচ্ছে না। সেটার পেছনে নিশ্চয় কোন স্বার্থ আছে। তিনি আরো বলেন, নবায়নযোগ্য জ্বালানি অগ্রগতির জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। প্রাকৃতিক জ্বালানি দিনে দিনে শেষ হয়ে যাচ্ছে। এখন নবায়নযোগ্য জ্বালানির দিকে অবশ্যই যেতে হবে। কিন্তু তার জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। প্রয়োজন মাইন্ড সেট-আপের। বিশ্বের অনেক দেশই এখন রিনিউয়েবল এনার্জির দিকে যাচ্ছে। কিন্তু আমরা যাচ্ছি খুব ধীরে ধীরে।
তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানিতে ঝুঁকি এবং দূষণ দুটোই কম। অথচ আমরা এই ক্ষেত্রে তেমন কিছুই করতে পারছি না। অনিয়ম, দুর্নীতি আর রাজনৈতিক স্বেচ্ছাচারিতা এই খাতকে মাথা তুলে দাঁড়াতে দিচ্ছে না। আমাদের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দিকগুলোর সম্ভাবনা খুঁজতে হবে। জনগণকে প্রাধান্য দিতে হবে।
অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ বলেন, ৪০ বছর আগে বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ শুরু করলেও সন্তোষজনক জায়গায় পৌঁছাতে পারেনি। এই খাতে বিপ্লব প্রয়োজন। একজন বুদ্ধিমান লোক যদি কোনো কথা ১০ মিনিটে বুঝতে পারেন তবে সেই কথাটি একটি জাতিকে বোঝাতে ৫০ বছর সময় লাগে। কেননা একটি জাতির মধ্যে নানা জাতের, নানা মতের মানুষ থাকে। তিনি বলেন, আমরা সমস্যায় জর্জরিত। কর্মহীন আর আদর্শহীন লক্ষ্য করা যায়। এখানে ভালো কাজ করা সহজ ব্যাপার নয়। খুব ভালো দিক নির্দেশক যদি পাওয়া যায় তবে এ থেকে উত্তোরণ সম্ভব।
জ্বালানি বিশেষজ্ঞ ড. বদরুল ইমাম বলেন, কয়লা, তেল, গ্যাস একদিন হারিয়ে যাবে। কিন্তু নবায়নযোগ্য জ্বালানি হারাবে না। অথচ আমাদের দেশের বাস্তবতা ভিন্ন, এখানে নবায়নযোগ্য জ্বালানিকে প্রাধান্য দেয়া হচ্ছে না। ২০২১ সাল নাগাদ জাতীয় গ্রিডে মোট ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যোগ করবে সরকার। সেখানে ১০ ভাগ সোলার থেকে উৎপন্ন হবে। সরকারের এমন পরিকল্পনা থাকলেও সে অনুযায়ী কোনো কাজ হয়নি। বর্তমানে যে হারে নবায়নযোগ্য জ্বালানি উৎপন্ন হচ্ছে তাতে ২ ভাগও সম্ভব নয়। বর্তমানে ৩ মেগাওয়াট বিদ্যুৎ সৌর প্যানেল থেকে উৎপন্ন হচ্ছে জানিয়ে তিনি বলেন, টেকনাফে কিছু দিনের মধ্যে আরও ২৮ মেগাওয়াটের একটি প্লান্ট চালু হওয়ার কথা রয়েছে। এই হলো বাস্তব অবস্থা।
অর্থনীতিবিদ এম এম আকাশ বলেন, সরকার নবায়নযোগ্য জ্বালানিতে না গিয়ে কারো কারো স্বার্থ রক্ষার জন্য গ্যাস ও কয়লায় জোর দিচ্ছে। অথচ আমরা গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদনের পক্ষে নই। এছাড়া কয়লার ব্যবহারও যতটা সম্ভব কমাতে হবে। আর রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রতো কোনভাবেই করা সমীচীন হবে না।
এর আগে নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞ সাজিদ কামাল বিশ্বের বিভিন্ন দেশের নবায়নযোগ্য জ্বালানির ওপর একটি প্রতিবেদন উপস্থাপন করেন। যেখানে অন্যান্য জ্বালানির চেয়ে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের সুবিধা এবং বাংলাদেশের সম্ভাবনার বিষয়টি তুলে ধরা হয়।#####



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ