Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্রেজি রিচ এশিয়ান্স

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

একটি বেস্টসেলার উপন্যাস অবলম্বনে জন এম. চু পরিচালিত রোমান্স কমেডি ‘ক্রেজি রিচ এশিয়ান্স’। ‘নাউ ইউ সি মি টু’ (২০১৬), ‘জেম অ্যান্ড দ্য হলোগ্রাম’ (২০১৫), ‘জিআই জো টু : রিটালিয়েশন’ (২০১৩), ‘রাইজিং’ (২০১০), ‘দ্য লিজিয়ন’ (২০১০) এবং ‘স্টেপ আপ টু : স্ট্রিটস’ চু পরিচালিত চলচ্চিত্রের কয়েকটি। রেচেল চু (কনস্ট্যান্স উ) চীনা বংশোদ্ভূত মার্কিন নাগরিক। নিউ ইয়র্কের বাসিন্দা রেচেল একজন অর্থনীতির অধ্যাপক। এক বছর ধরে রেচেল নিক ইয়াংয়ের (হেনরি গোল্ডিং) সঙ্গে প্রেম করছে। নিক তার বন্ধু কোলিনের বিয়েতে রেচেলকে তার জন্মস্থান সিঙ্গাপুরে নিয়ে যাবার প্রস্তাব করে। এই সময় সে তার পরিবারের সঙ্গে রেচেলকে পরিচয়ও করিয়ে দেবে। বিমানের প্রথম শ্রেণিতে যাত্রা ঠিক করার সময় রেচেল জানতে পারে নিক খুব ধনবান পরবারের সন্তান। শুধু তার দেশে নয় এশিয়াতে সবচেয়ে কাক্সিক্ষত কুমারদের একজন। নিকের মা এলেনরের (মিশেল ইয়েয়ো) সঙ্গে পরিচয় হবার পর রেচেল উপলব্ধি করে হবু শাশুড়ির কনে পছন্দ হয়নি। নিক রেচেলকে ভালবাসলেও এলেনর পরিকল্পনা শুরু করে কিভাবে এই বিয়ে বাতিল করা যায়। রেচেল জানে পরিবার নিকের কাছে কী। এখন তাকে হয় এলেনরের মুখোমুখি হতে হবে নয়তো নিককে ত্যাগ করতে হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রেজি রিচ এশিয়ান্স

২৬ আগস্ট, ২০১৮
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ