Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাব্যতা সংকটে কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ

মাদারীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৮, ১২:৩৩ পিএম
নাব্যতা সংকটের কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌপথে বন্ধ রয়েছে রোরো ও ডাম্প ফেরি চলাচল। শুধুমাত্র কে-টাইপ ও মিডিয়াম ছয়টি ফেরি চলছে।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, লৌহজং টার্নিং পয়েন্টের চ্যানেল মুখে ফের নাব্যতা সংকট দেখা দেয়ায় শুক্রবার রাত থেকে সব ফেরি চলাচল বন্ধ রয়েছে।
 
তবে শনিবার সকাল থেকে শুধুমাত্র কে-টাইপ ফেরিগুলো চলছে।
 
কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে, ঈদের দুই সপ্তাহ আগে নাব্যতা সংকট চরম আকার ধারণ করায় প্রথম দিকে সব ফেরি চলাচল বন্ধ ছিল।
 
পরে শুধুমাত্র ছোট ফেরি চলাচল শুরু করে। নাব্যতা সংকট ফিরিয়ে আনতে খননকাজ চালিয়ে ঈদের তিন চারদিন আগে সব ফেরি চলাচল স্বাভাবিক হয়। এদিকে ঈদের শেষে মানুষ রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে।
 
রোববার থেকে রাজধানীতে ফেরার ঢল নামবে এ নৌপথে।
 
এর মধ্যে ফেরি চলাচলে অচলাবস্থা সৃষ্টি হওয়ায় দুর্ভোগ বাড়বে যাত্রীদের এমন আশঙ্কা করছেন ঘাট সংশ্লিষ্টরা।
 
বিআইডব্লিউটিএর শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আহম্মদ আলী বলেন, কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটের ফেরি চলাচলের অবস্থা ভালো নয়। রোরো ও ডাম্প ফেরি বন্ধ রয়েছে। নাব্যতা সংকট আবারও দেখা দিয়েছে।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাঁঠালবাড়ী-শিমুলিয়ায়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ