Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

আড়াইহাজারের মডেল স্কুল থেকে ৪১টি বৃত্তিলাভ

প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় আড়াইহাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ৪১টি বৃত্তিলাভ করায় সেটি শীর্ষস্থান অবস্থান করেছে। স্কুলের প্রধান শিক্ষক মবিনুল ইসলাম ভুইয়া জানান, এবার স্কুল থেকে ৪১টি বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৩৫টি ট্যালেন্ডপুল এবং ৬টি জেনারেল। টেলেন্ডপুলে বৃত্তিপ্রাপ্তরা হলেন, আবরার নাঈম ফুয়াদ, গোলাম মোর্শেদ আবিদ, জান্নাতুল ফেরদৌস, নাফিউল ইসলাম রিয়াদ, মাঈনুল হাসান মাহী, আহাম্মেদ আবরার দিপু, সাহেদ আহমেদ জয়, সিররুল আসরার তন্ময়, আবিদ জাহিদ সরকার, আলআমিন মোঃ সাইফুল্লাহ ভুইয়া, মোঃ হাসিন আরমান ফিদা, ইমরুল হাসান অংকন, এস এম আতিকুর রহমান নুর, রুবাইয়্যাত সরোয়ার শিহাব, ইয়াছির আরাফাত খান, আবীর আহমেদ, এস এম শাহরিয়ার আহসান, মাফুজুর রহমান শিহাব, রোহান সরকার, মোঃ সামিউল চৌধুরী, সানজিদা পারভেজ চৈতী, আয়েশী সিদ্দিকী, সায়মা ইসলাম ইভা, নাফিসা আনজুম দিনা, নুসরাত জাহান নিথিলা, তনু শী দত্ত, কাইফা জাহান রিকা, মোসাঃ লিমিয়া হালিম, মোসাঃ জিনিয়া হালিম, প্রিয়মী দাস কথা, সাবরিনা তাব্বাসসুম, রোজা ইসলাম নেহা, সাদিয়া মেহজাবিন অর্পা, তাহসিনা নাওয়ার তিমা, সানজিদা হক স্বর্না। সাধারণ বৃত্তি প্রাপ্তরা হলেন, মোঃ তানজিম মোল্লা সাকিম, ইয়াসিন আহম্মেদ, মোঃ আবু তালহা (অয়ন), প্রিয়ন্তী বিশ্বাস, সাদিয়া আফরিন, আকিলা ফাইজা রহমান অর্পা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আড়াইহাজারের মডেল স্কুল থেকে ৪১টি বৃত্তিলাভ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ