Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এসআইয়ের বিরুদ্ধে ওসির স্ত্রীকে যৌন হয়রানির অভিযোগ

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০১৮, ৮:৪৬ পিএম

রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার এক এসআইয়ের বিরুদ্ধে ওসির স্ত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এসআইয়ের নাম মাসুদ রানা। সোমবার (২০ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী নগরীর আরডিএ মার্কেটে এ ঘটনা ঘটে। ওসি রাজশাহীর আরেকটি থানাতে কর্মরত।

ওসি জানান, এসআই মাসুদ রানা তার স্ত্রীর সঙ্গে অশালীন আচরণ করেছেন। এ নিয়ে বোয়ালিয়া থানার ওসির কাছে মৌখিকভাবে অভিযোগ করা হয়েছে। তার স্ত্রী আরডিএ মার্কেটে একটি কসমেটিকসের দোকানে কেনাকাটা করছিলেন। তখন এসআই মাসুদ রানা তার শরীর ঘেঁষে দাঁড়িয়ে তাকে বিরক্ত করতে থাকেন। এক সময় তার স্ত্রী এর প্রতিবাদ করে বলেন, ‘আপনি বার বার আমার শরীর ঘেঁষে দাঁড়াচ্ছেন কেন? আমাকে বিরক্ত করছেন কেন?’ জবাবে এসআই মাসুদ রানা বলেন, ‘এটা কি আপনার জায়গা নাকি?’ একপর্যায়ে তার স্ত্রী তাকে (মাসুদ রানা) বলেন, ‘আমাকে চেনেন, আমি কে?’ জবাবে এসআই মাসুদ রানা বলেন, ‘আমি পুলিশ। আমার শরীরে লেখা আছে। আপনার শরীরে তো লেখা নাই।’ এরপর ওসির স্ত্রী স্বামীর পরিচয় দেন। পরিচয় পাওয়ার পর এসআই মাসুদ রানা সেখান থেকে দ্রুত সটকে পড়েন।

এসআই মাসুদ রানা বলেন, ‘ অভিযোগ কিছুটা ঠিক আছে। আমি আমার স্ত্রীর জন্য একটা ক্লিপ কিনতে দোকানের সামনে দাঁড়িয়েছিলাম। ভাবি আমাকে সরে দাঁড়াতে বলেন। আমি বলি, আপনার শরীরে কি টাচ লেগেছে? এই নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছিল। বিষয়টা নিয়ে আমি লজ্জিত, ব্যথিত। বিব্রতকর পরিস্থিতিতে পড়েছি। ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাকে বকাঝকা করেছেন। কিন্তু আমার ওই ধরনের মেন্টালিটি নাই। আমার স্ত্রী একটা ক্লিপ চেয়েছিল। তার আবদার পূরণ করতে চালককে গাড়িটা মার্কেটের সামনে দাঁড় করাতে বলি। তারপর মার্কেটে যাই। এর মধ্যেই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে।’

ভুক্তভোগী নারীর স্বামী ওসি বলেন, ‘আমার স্ত্রী ঘটনাটি আমাকে জানানোর পর আমি সংশ্লিষ্ট থানার ওসিকে অবহিত করি। তবে আমি লিখিত কোনও অভিযোগ করিনি। কারণ, আমিও পুলিশে চাকরি করি। এসব ঝামেলায় যেতে চাই না।’

রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, ‘ভুক্তভোগী নারীর স্বামীর কাছ থেকে মৌখিক অভিযোগ পাওয়ার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে।’

রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া জোনের উপ কমিশনার (ডিসি) আমীর জাফর বলেন, ‘ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি। ঘটনা সত্য হলে অভিযুক্ত এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 



 

Show all comments
  • মোঃ রেজাউল করিম ২৪ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম says : 0
    একজন ওসির স্ত্রীর নিরাপত্তা যেখানে শুন্য -সাধারন মানুষের বর্তমান নিরাপত্তা আজ কোথায় গিয়ে ঠেঁকেছে ? রক্ষক আজ ভক্কক-বিবেক আজ অস্তাচলে । মানুষের বিপদে আশ্রয়স্থল আর থাকলো কোথায় ?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওসির স্ত্রীকে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ