বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট অফিস : সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় খাদ্য প্রস্তুতকারী ৫ প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল (বুধবার) দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা করে। অস্বাস্থ্যকর পরিবেশে ও বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া খাদ্য প্রস্তুত করায় এ জরিমানা করা হয়।
অভিযানে গোলাপগঞ্জের আনন্দ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা, তৃপ্তি ফুডসকে ২০ হাজার টাকা, গার্ডেন ফুডকে ২০ হাজার টাকা, বনফুল আইসক্রিম ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা এবং বনফুল আইসবার ফ্যাক্টরিকে ২০ টাকা জরিমানা করা হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌরিন করিম, বিএসটিআইর ফিল্ড অফিসার মো: পারভেজ মিয়া উপস্থিত ছিলেন। র্যাব-৯ এর উপ-পরিচালক মেজর এস এ এম ফখরুল ইসলাম খান এসব তথ্য জানিয়েছেন। জরিমানায় আদায়কৃত টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়েছে বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।