Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মির্জাপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে ঈদগা মাঠের জমি দখলের অভিযোগ, নামাজ পড়া অনিশ্চিত

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৮, ৯:৪৬ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে এক ইউপি সদস্যের বিরুদ্ধে মসজিদ সংলগ্ন ঈদগা মাঠের জমি দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। জমি দখল করে দেয়াল নির্মাণ করায় সহস্রাধিক মুসুল্লির ঈদের নামাজ আদায় অনিশ্চিত হয়ে পড়েছে। জমি দখলের বিষয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দেয়ার পরও তিনি দেয়াল নির্মাণ অব্যাহত রেখেছেন বলে জানা গেছে।
ইউপি সদস্য জাহাঙ্গীর সিকদার কর্তৃক জমি দখলের এ ঘটনাটি ঘটেছে উপজেলার তরফপুর ইউনিয়নের ছিটমামুদপুর দিঘিরচালা বাজার জামে মসজিদ ঈদগা মাঠে।
জানা গেছে, ১৯৮৩ সালে ছিটমামুদপুর গ্রামের হাড়ান সিকদার দিঘির চালা মসজিদ ও ঈদগার নামে ছিটমামুদপুর মৌজার ৬৪০ খতিয়ানে ৪৫২ দাগে ২৩ শতাংশ জমি ৪৮৮৪ নং ওয়াক্‌ফ সাবিলিল্লাহ দলিল মূলে দান করেন। ছিটমামুদপুর বাজার সংলগ্ন ওই জমিতে পরে এলাকাবাসীর সহায়তায় একাংশে দ্বিতল মসজিদ নির্মাণ করার পর চতুর পাশে পাকা দেয়ালও নির্মাণ করা হয়। প্রতিদিন ওই মসজিদে শতাধিক মুসুল্লি জামায়তের সঙ্গে নামাজ আদায় করে থাকেন। মসজিদ সংলগ্ন খালী জায়গায় প্রতি ঈদে সহস্রাধিক মুসুল্লি এক সাথে ঈদের নামাজ আদায় করে থাকেন। সম্প্রতি তরফপুর ইউনিয়ন পরিষদের সদস্য ছিটমামুদপুর গ্রামের জাহাঙ্গীর সিকদার বাজার সংলগ্ন মসজিদের ওই মূল্যবান ৫ শতাংশ জমি নিজের দাবি করে মসজিদের প্রবেশ গেইট ও পাকা দেয়াল ভেঙে ফেলে নিজে পাকা দেয়াল নির্মাণ শুরু করেছেন। স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ইউপি সদস্য জাহাঙ্গীর সিকদারের এ অনৈতিক কাজে এলাকাবাসী বাঁধা প্রদান করলে তিনি তাদের অশ্লীল ভাষায় গালিগালাজ এবং ভয়ভীতি প্রদর্শন করেন। গ্রামবাসীর পক্ষে লাল মিয়া মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ দিলেও জাহাঙ্গীর সিকদার দেয়াল নির্মাণের কাজ অব্যাহত রেখেছেন। নিরুপায় গ্রামবাসীর পক্ষে লাল মিয়া, ফজলুল হক, সিরাজ মিয়া, ছানোয়ার হোসেন মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবরও লিখিত অভিযোগ দিয়েছেন। এছাড়া ওই জমি দখল করে যাতে দেয়াল নির্মাণ করতে না পারেন সেজন্য আদালতে ১৪৪ ধারা চেয়ে একটি মামলাও করেছেন। এত কিছুর পরও জাহাঙ্গীর সিকদার ঈদগা মাঠের জমিতে দেয়াল নির্মাণ চালিয়ে যাচ্ছেন। ঈদগা মাঠের জমি দখল করে পাকা দেয়াল নির্মাণ করায় এলাকার প্রায় সহস্রাধিক মুসুল্লির ঈদের নামাজ আদায় অনিশ্চিত হয়ে পড়েছে।
ছিটমামুদপুর গ্রামের শওকত হোসেন, বাবুল মিয়া ও লুৎফর রহমান বলেন, দীর্ঘ তিন যুগ ধরে আমরা এই ঈদগা মাঠে নামাজ আদায় করে আসছি। জাহাঙ্গীর সিকদার জায়গা দখল করায় আমাদের ঈদের নামাজ আদায় অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
এ ব্যাপারে ইউপি সদস্য জাহাঙ্গীর সিকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান জমিটি তার দাবি করেন বলেন, ঈদগা মাঠের জমি ২৩ শতাংশ ঠিকই রয়েছে। অতিরিক্ত জায়গায় দেয়াল নির্মাণ করা হচ্ছে বলে তিনি জানান।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম মিজানুল হক ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে আদালতে ১৪৪ ধারায় একটি মামলা হয়েছে। উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বলা হয়েছে বলে তিনি জানিয়েছেন।# মো. জাহাঙ্গীর হোসেন, মির্জাপুর, ২১-০৮-২০১৮

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ