Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটুয়াখালী জেলা কারাগারে কারা সপ্তাহ পালিত

প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

পটুয়াখালী জেলা সংবাদদাতা : “রাখিব নিরাপদ দেখাব আলোর পথ”-এ মূল মন্ত্রে দিক্ষীত অন্যান্য কারাগারের ন্যায় পটুয়াখালী জেলা কারাগারেও পালিত হচ্ছে কারাসপ্তাহ -২০১৬ । গত ২০ জানুয়ারী শুরু হয়ে আজ ২৬ জানুয়ারী পর্যন্ত দেশের প্রতিটি কারাগারে এ কারাসপ্তাহ পালিত হচ্ছে। কারাসপ্তাহ পালন উপলক্ষে গত ২৪ জানুয়ারী রাতে পটুয়াখালী কারাগারের প্যারেড গ্রাউন্ডে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা কারাগারের সুপার মো: নজরুল ইসলাম। কারা সদস্যদের পরিবারের সদস্য এবং কারারক্ষীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়। এ ছাড়াও কারা সপ্তাহ উদযাপন উপলক্ষে জেলা কারাগারের বন্দীদের মধ্যে ভলিবল, ব্যাডমিন্টন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পাশাপাশি কারা কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভলিবল,ব্যাডমিন্টন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পটুয়াখালী জেলা কারাগারে কারা সপ্তাহ পালিত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ