বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শ্রীপুর উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে র্যাবের গাড়ি থেকে লাফিয়ে পড়ে ধর্ষক রাসেল (২০) নামে এক আসামির মৃত্যু হয়েছে। নিহত রাসেল শ্রীপুরের গাড়ারন এলাকার মোহাম্মদ আলীর ছেলে। গতকাল (বুধবার) ভোর ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেড়াইদেরচালা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় র্যাব ১-এর ডিএডি শ্রী অপূর্ব কুমার চক্রবর্তী বাদি হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, র্যাব-১ এর স্পেশালাইস্ট কোম্পানি পোড়াবাড়ি ক্যাম্পের র্যাবের একটি দল উপজেলার টেপিরবাড়ী গ্রামের জনৈক রুহুল আমিন মৃধার দায়ের করা শ্রীপুর থানার জিডি নং-৯৪৫ মূলে মঙ্গলবার বিকেলে রাসেলকে গ্রেফতার করে। র্যাবের জিজ্ঞাসাবাদে রাসেল স্বীকার করে সে ও তার ২-৩ জন সহযোগী মিলে ধর্ষণের পর ভিকটিম পারভীন আক্তার (৪০)-কে হত্যা করে গাড়ারন গ্রামের জনৈক হাবিবুর রহমান (হাইব্বা)-এর বাড়ির বাঁশঝাড়ের নিকট সেফটি ট্যাংকির ভেতর লাশ গুম করে রাখে। রাসেলের দেয়া তথ্য মতে, অন্যান্য আসামি ও নিহতের লাশ উদ্ধার করতে র্যাবের একটি দল গতকাল (বুধবার) ভোররাত আনুমানিক সাড়ে ৩টার দিকে রওনা দিয়ে ভোর সোয়া ৪টার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আনসার রোডের পশ্চিম পাশে প্যাকেজ টোন লি: লেবেল ফ্যাক্টরির সামনে পৌঁছামাত্রই আসামি রাসেল র্যাবের গাড়ি থেকে লাফিয়ে রাস্তায় পড়ে পালিয়ে যেতে চায়। এসময় একটি অজ্ঞাত দ্রুতগামী গাড়ি রাসেলকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় র্যাব তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় র্যাব বাদি হয়ে শ্রীপুর থানায় মামলা নং-৩৪(৪)১৬ দায়ের করেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত রাসেলের দেয়া তথ্য অনুযায়ী ভিকটিম পারভীন আক্তারে লাশ উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো পদক্ষেপ দেখা যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।