Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রখ্যাত আলেম মাওলানা ছফিউল্লাহর ইন্তেকাল

প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

পাবনা জেলা সংবাদদাতা : প্রখ্যাত আলেম ও পাবনা আলিয়া মাদরাসার সাবেক প্রধান মুহাদ্দিস অসংখ্য আলেমের শিক্ষক মাওলানা মুহাম্মদ ছফিউল্লাহ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। গত মঙ্গলবার নাটোরের সিংগা হাসপাতালে বিকেল সাড়ে ৪টায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য ছাত্র ও গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর তিন দিন আগে তার এক পুত্র আব্দুল হাকিম মারা যান। পুত্র শোকে মাওলানা ছফিউল্লাহ বেশি অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বুধবার সকাল সাড়ে ১০টায় মরহুমের নামাজে জানাজা নিজ গ্রামে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি শরিক হন। তাকে নিজ গ্রামের স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রখ্যাত আলেম মাওলানা ছফিউল্লাহর ইন্তেকাল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ