Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় কোরবানীর পশুর দাম হঠাৎ বৃদ্ধি

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৮, ৫:৩০ পিএম

পবিত্র কোরবানীর পশুর দাম বাড়িয়ে দিয়েছে সিন্ডিকেট ! এই চক্র হঠাৎ করে মূল্য বৃদ্ধি করে দিয়েছে। জেলার প্রায় সকল হাটের ফরিয়া-দালাল ও ইজারদারদের মোবাইলে দাম বৃদ্ধির বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। ঈদের আগ মুহুর্তে রাজধানী থেকে আসা মানুষজন এবং স্থানীয় লোকজন ঈদের আগে কোরবানীর পশুর দাম কিছু কমবে বলে আশা করেছিলেন, সেই আশা নস্যাৎ করে দিচ্ছে সিন্ডিকেট। দাম বেড়ে গেছে গরু, মহিষ ও খাসির। সূত্র মতে, গত সপ্তাহে প্রায় ৫-৬ মন ওজনের গরু ৫০ থেকে ৬০ হাজার টাকায় বিক্রি হয়েছে, এই মানের গরুর দাম এখন এক লাখ টাকা থেকে একলাখ ১০ হাজার টাকা হাঁকা হচ্ছে । ১০-১২ হাজার টাকা দামের খাসি দাম ১৫-১৬ হাজার টাকা চাওয়া হচ্ছে।ক্রেতা অন্য হাটে গিয়েও একই দাম শুনছেন। হিমশিম খাচ্ছেন মধ্যম আয়ের মানুষজন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোরবানীর পশুর দাম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ