Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংলাপ হবে পরের নির্বাচনে সাংবাদিকদের ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

একাদশ নির্বাচনের আগে সংলাপ নিয়ে বিএনপির দাবি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই নির্বাচন (একাদশ) নয়, পরবর্তী নির্বাচনের আগে সংলাপ হবে। নির্বাচনকালীন সরকার রুটিন মাফিক দায়িত্ব পালন করবে, সরকারের মন্ত্রিপরিষদ, পুলিশ প্রশাসন সব কিছুই থাকবে নির্বাচন কমিশনের (ইসি) অধীনে। গতকাল সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। নির্বাচনকালীন সরকারের হাতে কোনো ক্ষমতা থাকবে না।
তিনি বলেন, বিএনপি সংবিধান মানে না, আইন মানে না, আদালত মানে না, বিচার মানে না, কিছুই না। বিএনপি জানে আগামী নির্বাচনে তারা হেরে যাবে। তাই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত খুঁজছে। সেতুমন্ত্রী বলেন, তারা দেশে ২০১৪ সালের মত একটা ভংয়কর সহিংস পরিবেশ সৃষ্টির গ্রুপিং করছে। বিদেশে বসে তাদের এই খোয়াব বাংলাদেশের জনগন পুরণ হতে দিবে না। বিএনপি সহিংসতার আশ্রয় নিলে জনগন তা প্রতিহত করবে, করা হবে।
নোয়াখালীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের অবরুদ্ধ হয়ে আছেন-এমন অভিযোগ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আপনারা (সাংবাদিক) আপনাদের প্রতিনিধি পাঠিয়ে দেখে আসুন। মওদুদ আহমেদের বাড়ির সামনে আওয়ামী লীগ কিংবা পুলিশের কোনো সদস্য নেই। তাকে অবরুদ্ধ করে রাখা হয়নি।
কোটা আন্দোলনের নেপথ্যের যে কুশিলবদের মধ্যে মওদুদ আহমেদ প্রধান ব্যক্তি মন্তব্য করে তিনি বলেন, সেখানে আন্দোলনে তিনি ফেল করে রমজানের ঈদে বাড়ি গিয়ে একটা নাটক করেছেন, এটা অবরুদ্ধ হওয়ার একটা নাটক। গত ২২ বছর ধরে ঈদের আগে তিনি কখনও বাড়িতে (নোয়াখালীর কোম্পানীগঞ্জ) যাননি। এলাকার উন্নয়নে কোনো কাজ করেননি। তাকে কেউ অবরুদ্ধ করে নি। এলাকায় তার সেই অবস্থা নেই, অযথা তার গুরুত্ব আমি কেন বাড়াবো।
ঈদযাত্রার প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে অতীতের যে কোন সময়ের চাইতে এ সময় সড়কের অবস্থা অনেক ভালো। এটা আমি বলতে পারি। পশুবাহী গাড়ির কারণে রাস্তায় যান চলাচলে কিছুটা ধীরগতি রয়েছে। ফেরি পারাপারেও পশুবাহী গাড়িকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। এসব কারণে একটু সময় লাগছে। তবে আমি নৌমন্ত্রীর সঙ্গে কথা বলেছি- যাতে পশুবাহী গাড়ি থেকে যাত্রীবাহী গাড়িগুলোকে প্রাধান্য দেওয়া হয়।’
মন্ত্রী আশা করেন, এবারের ঈদ যাত্রা গতবারের চেয়ে স্বস্তির হবে। স্পর্শকাতর পয়েন্টে আমরা এবার র‌্যাব মোতায়ন করেছি যাতে করে কোন ধরণের বিশৃঙ্খলা না হয়। ঢাকা চট্রগ্রাম রাস্তায় যানজট নিরসনে মেঘনার পরে এবার গোমতি নদিতেও ফেরি সার্ভিস চালু করা হবে বলে জানান কাদের।###



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ