Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্লেন্ডার ম্যান

| প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

সিলভেইন হোয়াইট পরিচালিত হরর চলচ্চিত্র ‘স্লেন্ডার ম্যান’। হোয়াইট ‘দ্য মার্কস অফ দি এঞ্জেলস’ (২০১৩), ‘লুজার্স’ (২০০৭), স্টম্প দ্য ইয়ার্ড’ (২০০৭), ‘দ্য ট্রাঙ্ক’ (২০০৭), ট্রয়েস থ্রি : দি এসকর্ট’ (২০০৪) এবং ‘ক্যাসলভেনিয়া’ টিভি সিরিজ পরিচালনা করেছেন। ম্যাসাচুসেটসের ছোট শহর উইন্সফর্ড শহরের হাই স্কুলের চার ছাত্রীর একজন কেটি জেনসেন (অ্যানালিস বাসো)। বাকি তিনজন তাদের জীবন নিয়ে কমবেশি সন্তুষ্ট হলেও কেটি চায় বড় হয়ে এই শহর ছেড়ে সে অন্য কোথাও চলে যাবে শহরটিকে সে রীতিমত ঘৃণা করে। কিন্তু সে গুম হয়ে যাবে কে জানত? পুলিশ তার সন্ধান শুরু করে শহরে পোস্টার লাগানো হয়। তদন্ত শুরু হয়। তিন তরুণী কেটির কম্পিউটার ঘেঁটে জানতে পারে তাদের বন্ধু স্লেন্ডার ম্যান নামে একটা ভৌতিক মানুষের খোঁজে পাশের বনে গিয়েই হারিয়ে যায়। এই স্লেন্ডার ম্যানের কাজই হলে নিষ্পাপ তরুণদের শিকার করা। তিন তরুণী বনে গিয়ে তারা স্লেন্ডার ম্যান আর কেটির সন্ধান শুরু করে এবং আবিষ্কার করে তারা স্লেন্ডার ম্যানের শিকারে পরিণত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্লেন্ডার ম্যান

২০ আগস্ট, ২০১৮
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ