Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বরূপ টু

| প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

আল-কায়েদা নেতা ওমরের (রাহুল বোস) আগের পর্বে নিউ ইয়র্ক মহানগরে পরমাণু বিস্ফোরণের পরিকল্পনা নস্যাৎ করার পর ভারতের গুপ্ত সংস্থা রয়ের কর্মকর্তা উইসাম আহমদ কাশ্মীরি (কমল হাসান) তার ঊর্ধ্বতন কর্মকর্তা জগন্নাথ (শেখর কাপুর) আর দুই জুনিয়র অফিসার নিরুপমা (পূজা কুমার) আর অস্মিতাকে (আন্দ্রেয়া জেরেমিয়া) নিয়ে যুক্তরাজ্য থেকে ভারতে ফিরছে নতুন এক মিশন নিয়ে। সন্ত্রাসবাদীরা এবার আরও বড় পরিকল্পনা করেছে। এক সঙ্গে তারা তিনটি দেশে সন্ত্রাসী হামলা চালাবে। এবারও উইসামের প্রতিপক্ষ ওমর। তার এবারের মিশন শুধু তিনটি দেশে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো নয় উইসামের ওপর প্রতিশোধ নেয়াও। উইসামও তৈরি তার সঙ্গে আছে রয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা জগন্নাথ নিরুপমা আর অস্মিতা যাকে উইসামই প্রশিক্ষণ দিয়েছে। প্রশিক্ষণের সময়ই তাদের রোমান্সের সূচনা হয়। কিন্তু ব্যক্তিগত সম্পর্ক নয় তাদের কাছে দেশের প্রতি দায়িত্ব পালনই বড়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বরূপ টু

২০ আগস্ট, ২০১৮
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ